লে পাগলা

পরীক্ষার হলে একজন শিক্ষক তার ছাত্রদের মনের আনন্দে দেখাদেখি করার জন্য সুযোগ দিয়ে পরীক্ষার শেষে সবাইকে বলে দিলো, “খবরদার আমি যে তোদের দেখাদেখি করতে দিয়েছি তা বাইরে কাউকে বলবি না ।
জবাবে এক ছাত্র বললো, স্যার আপনি কোন চিন্তাই কইরেন না, বাহির হইয়া সবাইরে কমু যে…..স্যার শালা বহুত হারামি আছিলো।
ঘাড়টাওঘুরাইতে দেয় নাই। নইলে পরীক্ষায় ভাল নাম্বার পাইতাম।

বিয়ে দিবি কিনা বল।

মেয়ে তার বয়ফ্রেন্ড-কে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে…..
মেয়ের বাবাঃ তো তুমি আমার
মেয়েকে বিয়ে করতে চাও?
ছেলেঃ জ্বী।
বাবাঃ তুমি কি কর?
ছেলেঃ গতকাল জেল থেকে বের হলাম। এখন একটা ভাল জব খুজব।
বাবা(রেগে গিয়ে): কি!! তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস!!! কি আগে কি করেছিলি ?
ছেলেঃ একটা লোক-কে মেরে ফেলেছিলাম!
বাবাঃ কেন?
ছেলেঃ ঐ লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নি তাই!
বাবা(নরম গলায়): এখন বিয়ের তারিখটা যদি বলে দিতে বাবা!

অন্যকে কনভিন্

এক সেলসম্যান আত্মহত্যা করতে এক ব্রিজের রেলিংয়ে উঠেছে ঝাঁপ দেবে বলে ।
আরেক লোক তা দেখে তাকে থামানোর জন্য দৌড়ে এসে বললো—“করছেন কি?
কেন আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে যাচ্ছেন ? লাফ দেবেন না ।”
সেলসম্যান—“কেন লাফ দিবো না ? নড়বড়ে অর্থনীতি, সামাজিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, নৈতিকতার পতন হয়েছে, অপরাধ বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি…প্রায় ত্রিশ মিনিট ধরে সেলসম্যানের বক বক শুনলো লোকটা…তারপর একসাথে দু’জনই লাফ দিলো ।
[গল্পের সারাংশ : সেলসম্যানদের অন্যকে কনভিন্স করার ক্ষমতা খুব বেশি]

ইভটিজিং

স্যার : ইভটিজিং ও লাভ এর মাঝে পার্থক্য কি?
ছাত্র : মেয়েরা রাজি থাকলে লাভ, আর না থাকলে ইভটিজিং।
স্যার : তুমি কি ইভটিজিং কর?
ছাত্র : না, আপনার মেয়ে তো রাজিই !

টিয়াপাখি এয়ারহোস্টেস

এক লোক বিমানে চড়ে দেখে তার পাশের সিটে যাত্রী হিসেবে এক টিয়াপাখি ।
শুধু তাই না…সেই টিয়াপাখি এয়ারহোস্টেস’কে ইচ্ছামতো বকা- বাদ্যি করে চলেছে-
অ্যাই ছাগলি, কফি আনতে অ্যাতো দেরী লাগে ?অ্যাই গাধী, লাঞ্চ আনতে অ্যাতো দেরী লাগে, ইত্যাদি ইত্যাদি ।
লোকটা দেখলো এয়ারহোস্টেস টিয়াপাখিকে নিয়ে অ্যাতো ব্যস্ত যে, তার কোনো অর্ডার নিচ্ছে না ।
সে ভাবলো টিয়ার মতো বকা দিলে মনে হয় কাজ হবে।
সে গলা চড়িয়ে বললো-“ অ্যাই বুদ্ধু মেয়ে, অরেঞ্জ জুস আনতে অ্যাতো দেরী লাগে ?”
এ কথা শুনে এয়ারহোস্টেস আর সহ্য করতে পারলো না…গিয়ে পাইলটের কাছে নালিশ করে দিলো ।
পাইলটএসে লোকটা আর টিয়াপাখি দু’জনকেই সোজা বাইরে ফেলে দিলো বিমানের দরজা খুলে ।
মেঘ ভেদ করে তীব্রবেগে মাটির দিকে পড়তে থাকা লোকটাকে তখন টিয়াপাখি’টা গম্ভীরমুখে বললো-“উড়তে পারে না যে, তার অ্যাতো রিস্ক নেওয়া কি উচিৎ হয়েছে?”