>>>>>মাতাল জোকস<<<<<

তিন মাতাল একটা গাড়িতে উঠল ।
.
ড্রাইভার বুঝতে পারল যে তারা মাতাল,
তাই সে গাড়ির ইঞ্জিল চালু করল ও কিছুক্ষণ পর বন্ধ
করে ফেলল,
এবং মাতালদের বলল……
.
তোমরা তোমাদের গন্তব্য স্থলে পৌঁছেগেছ,
.
তিন মাতাল গাড়ি থেকে নামল,,
তারপর তারা বললো……
১ম মাতালঃ- ধন্যবাদ,,
.
২য় মাতালঃ নিন, ১০০ টাকা বকশিস,,
.
৩য় মাতাল ড্রাইভারকে একটা জোরে থাপ্পর দিল,,
.
ড্রাইভার মনে করল, যে লোকটা বোধ হয় মাতাল
ছিল
না,
সে সবকিছু বুঝতে পেরেছে ।
.
তবুও সে ৩য় মাতাল কে জিজ্ঞেস করল,
থাপ্পর মারলেন কেন?
.
৩য় মাতালঃ শালা….
এত স্পীডে কি কেউ গাড়ি চালায়……

******যন্ত্র *****

এক লোকের বাড়ি সার্চ করে পুলিশ জাল নোট
ছাপার মেশিন পেয়ে গেল । তাকে গ্রেফতার
করতে গেলে সে পুলিশকে বলল- আমাকে
গ্রেফতার করতে চান কেন? আমার কাছে তো
একটাও জাল টাকার নোট পাননি। পুলিশ বলল- কিন্তু
জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি ।
লোকটি বলল- তাহলে একটি মেয়েকে রেপ
করার দায়েও আমাকে গ্রেফতার করুন । পুলিশ-
আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন?
লোকটি- না, কিন্তু রেপ করার যন্ত্র তো আমার
কাছে আছে!

###এক চাকরির ইন্টারভিউ চলছে….###

প্রথম প্রার্থী এক বাঙালি পরীক্ষা ঘরে
ঢুকেছে….
শিক্ষকঃ দিল্লী চলো কে ডাক দিয়েছিলেন ?
বাঙালিঃ স্যার নেতাজী সুভাষ চন্দ্র বোস l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব ভালো, আচ্ছা একজন
দেশপ্রেমিকের নাম বলুন তো ?
বাঙালিঃ স্যার অনেকেই তো আছেন, যেমন
মহাত্মা গান্ধী l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব সুন্দর, আচ্ছা বলুন তো
ভারত কবে স্বাধীন হয় ?
বাঙালিঃ স্যার, ভারত ১৯৪২ সালে স্বাধীন হবো
হবো করতে করতে শেষে ১৯৪৭ সালের
১৫ই আগস্ট স্বাধীন হয় l
শিক্ষকঃ খুব সুন্দর ! আচ্ছা এবার লাস্ট
প্রশ্ন,
বলুন তো আকাশে কত গুলো তারা আছে ?
বাঙালিঃ স্যার এখনও সেটা প্রমানিত হয়নি
তবে বিজ্ঞানিদের গবেষণা চলছে l
শিক্ষকঃ এবার আপনি আসতে পারেন l
******************************
******* বাঙালি চলে যাবার সময় পরের প্রতিযোগী
এক বিহারী ছিল l কিন্ত সে বাংলা জানেনা,
তাই বাঙালিকে দরজার কাছে খুব তাড়াতাড়ি
জিজ্ঞেস করলো——ভাই তোমাকে কি কি
প্রশ্ন
ধরলো ? বাঙালিঃ ভাই প্রশ্ন আমার মনে নেই, তবে
উত্তর গুলো হল…..
1) নেতাজি সুভাষ চন্দ্র বোস
2) অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী
3) ১৯৪২ সালে হবো হবো করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট
4) ঠিক এখনও জানা যায়নি, বিজ্ঞানিদের
গবেষণা চলছে
বিহারির প্রবেশ…..
শিক্ষকঃ আপনার নাম কি ?
বিহারীঃ নেতাজি সুভাষ চন্দ্র বোস l শিক্ষকঃ (অবাক
হয়ে) আপনার বাবার নাম
কি?
বিহারীঃ অনেকেই তো আছে, যেমন মহাত্মা
গান্ধী l
শিক্ষকঃ (আরও অবাক হয়ে) আপনার কবে
জন্ম হয়েছে ? বিহারীঃ ১৯৪২ সালে হবো হবো
করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট l
শিক্ষকঃ আপনি কি পাগল হয়ে গেছেন ?
বিহারীঃ ঠিক এখনও জানা যায়নি, তবে
বিজ্ঞানীদের গবেষনা চলছে l
শিক্ষক : অজ্ঞান…..

*মশা ও সাংবাদিকের সাক্ষাতকার*

সাংবাদি:-আচ্ছা মশা ভাই আপনারা ময়লা পানিতে ডিম পারেন
কেন?
মশা:-ভাল পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে
খেয়ে ফেলতো।
সাংবাদিক:-মানুষের কানের কাছে ঘ্যান ঘ্যান করেন
কেন?
মশা:-পা ও হাতের কাছে ঘ্যান ঘ্যান করলে পাবেনা
তাই।
সাংবাদিক:-শুনেছি পুরুষ মশা নাকি রক্ত খায় না?
মশা:-স্ত্রীর বোকা খায়।
**এখন সময় নেই আরেক দিন বলবো**

*****ভাবি ও দেবর****

এক রাতে ভাবি একা
ঘরে ঘুমিয়ে আছে,
তখন দুষ্টু দেবর
আস্তে আস্তে ঘরে
ডুকে ভাবির পাশে
শুয়ে টিপতে শুরু করে। .
.
.
.
.
.
.
.
.
.
হঠাৎ ভাবির ঘুম ভাঙে
গেল
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
টেপো টেপো আরও
জোরে জোরে টেপো
টিপে টিপে আমার
মোবাইল টা নষ্টকরে
ফেলো !