বাচাল বাচ্চা

একটা বাচাল বাচ্চা বাসে উঠে ড্রাইভারের পাশে বসলো। বসেই এতো কথা বলা শুরু করলো যে ড্রাইভার বিরক্ত হয়ে গেল। বাচ্চার কথা গুলো এরকমের ‘ আমার আব্বা যদি মোরগ হতো আর আমার আম্মা যদি মুরগী হতো আমি একটা বচ্চা মুরগী হতাম‘একটু পর ছেলেটি আবার বলতেছে ‘আমার আব্বা যদি একটা ছেলে হাতি হতো আমার আম্মা যদি মেয়ে হাতি হতো আমি এ বাচ্চা হাতি হতাম। আবার একটু পর ‘আমার আব্বা যদি একটা ষাঁড় হতো আর আমারআম্মা যদি গরু হতো আমি একটা বাচ্চা গরু হতাম এভাবে বলতে বলতে ড্রাইভারকে সহ্ চূড়ান্ত সীমায় নিয়ে গেল। ড্রাইভার শেষে থাকতে না পেরে ছেলেটিকে বলল ‘তোমার আব্বা যদি একটা মাতাল হতো আর তোমার আম্মা যদি পতিতা হতো তাহলে তুমি ছেলেটি কিছুক্ষন চিন্তা করে বললো তাহলে আমি হতাম বাস ড্রাইভার ।

দুই বন্ধু

দুই বন্ধু পিকনিকে গেছে। রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল।
১ম বন্ধু : দোস্ত,আকাশ দেখতাছস?
২য় বন্ধু : হ দোস্ত।দেখতাছি তো। ১ম
বন্ধু : কি বুঝলি?
২য় বন্ধু : আকাশে কোন মেঘ নাই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে, আজ বৃষ্টি হবে না।
১ম বন্ধু :ওরে আবহাওয়াবিদের বাচ্চা!!আমাগোর তাবুডা চুরি হইয়া গেছে, এইজন্যই আকাশ দেহা যাইতাছে !

ভুম-ভুম

ইংরেজি ক্লাস শূরু হয়ে গেছে।
ইংরেজি স্যার বল্টুকে দেখে বললঃ বল্টু, ইউ আর লেট! হোয়াই ?
বল্টুঃ স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল।
স্যারঃ নো-নো, টেল মি ইন ইংলিশ।
বল্টুঃ স্যার, Our গাড়ি was পড়িং in কাদা। No নড়িং-চড়িং, only ভুম-ভুম sound করিং !

প্রশ্নপত্র

মফিজ মাষ্টার পরীক্ষার জন্য এমনএক প্রশ্নপত্র বানিয়েছে যা দেখে সব শিক্ষার্থী বেঁহুস হয়েগেছে!!!
কি ছিলো প্রশ্ন? দেখুন ই না তারপর বুঝেন প্রশ্নগুলো হলো নিম্নরুপ:
১/ বাংলাদেশ কোন দেশে অবস্থিত?!
২/ ১৫ এপ্রিল কোন তারিখে আসে?!
৩/ সবুজ রং কোন কালারের হয়?!
৪/ চোর কে বাংলা ভাষায় কি বলা হয়?!
৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে?

আবিষ্কারনামা

আবিষ্কারনামা ১. কোলবালিশ আবিষ্কার করেছেন যিনি তিনি আসলে অনেকগুলো বিয়ে করেছিলেন! আর এর থেকেই তিনি আসলে অনুধাবন করতে পেরেছিলেন, বউ থেকে কোলবালিশ উত্তম! কারণ কোলবালিশ পালতে কোন খরচই হয়না!
২. ফুটবল খেলা আবিষ্কার করেছেন যিনি..তিনি আসলে পরীক্ষার খাতায় বড় বড় গোল্লা পেতেন! আরে সহজ জিনিস ম্যান! ওমন বড় বড় গোল্লা পেতে পেতেইনা ওনার মাথায় গোল জিনিস দিয়ে গোল দেওয়ার ওই খেলার আইডিয়াটা আসলো!
৩. পৃথিবীতে সবচেয়কর্মঠ ব্যাক্তি হচ্ছেন তিনি যিনি ঘড়ির এলার্ম আবিষ্কার করেছেন! আর পৃথিবীতে সবচেয়ে ফাঁকিবাজ ব্যাক্তি হচ্ছেন তিনি যিনি ঘড়ির এলার্ম বন্ধ করার সুইচ আবিষ্কার করেছেন!