পেত্নী

আবুল তার
বউকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গ
সন্ধ্যাবেলা সি-বীচ
থেকে ঘুরে এসে তারা হোটেলের
রুমে গেল। আবুলের বউ
রুমে গিয়েই
বাথরুমে ঢুকল।
এমন সময় এক
সুন্দরী মেয়ে তাদের
রুমে এসে আবুলকে একা দেখে বলল
আপনার কি কিছু লাগবে?
আবুল না বলে মেয়েটিকে বিদায়
করে দিল।
আবুলের বউ বাথরুম
থেকে এসে বললঃ কে এসেছিল?
আবুল
বললঃ একটা বাজে মেয়ে এসেছিল।
বিদায় করে দিয়েছি।
আবুলের বউ রেগে গিয়ে বললঃ এই
শোন, তোমরা ছেলেরা সুযোগ
পেলেই
মেয়েদের বাজে বলো কেন? কই,
আমি তো শূনলাম, মেয়েটা তোমার
কিছু
লাগবে কি-না,
তা জানতে এসেছিল।
আবুল কিছুতেই বউকে বিশ্বাস
করাতে পারলোনা যে,
মেয়েটা খারাপ।
তাই, সে বাধ্য হয়ে বললঃ ঠিক
আছে,
আমি ঐ মেয়েটাকে আসতে বলছি,
তুমি খাটের নীচে লুকিয়ে পড়ো।
আবুলের বউ লুকিয়ে পড়লো, আবুল
ম্যানেজারের কাছে ফোন
করে মেয়েটাকে পাঠাতে বললো।
মেয়েঃ স্যার, আপনার কি কিছু
লাগবে?
আবুলঃ আমি খুব একা বোধ করছি।
মেয়েঃ আমাকে ৮০০ টাকা দিন।
আমি আপনার সব একাকীত্ব দূর
করে দিবো।
আবুলঃ তোমার মত মেয়ে ৮০০
টাকা!
১০০ টাকার ১ পয়সাও
বেশি পাবেনা।
মেয়েটা সরি বলে চলে গেল।
এবার আবুলের বউ বিশ্বাস করলো।
একটু পরে আবুল আর তার বউ
ডিনারে যাচ্ছে, তখন ঐ মেয়েটার
সাথে দেখা।
মেয়েটা আবুলকে বলে উঠলো
স্যার, ১০০ টাকায় এরকম
পেত্নীই
জুটবে, আমার মত সুন্দরী পাবেন
না !!

মিথ্যুক, বদ, ধোঁকাবাজ….

এক মেয়ের সাথে আরেক মেয়ের
কথা হচ্ছে…
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের
কোন বিশ্বাস নাই।
আমি তো আজকে থেকে
ওর মুখও দেখতে চাইনা…।
২য় মেয়েঃ কি হইছে??.. তুমি কি ওকে
অন্য কোন মেয়ের
সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না! ও আমারে আরেক
ছেলের সাথে দেখে ফেলছে.. ।
কালকে ও আমারে বলছিল
ও নাকি শহরের
বাইরে যাবে. . . . !
মিথ্যুক , বদ, ধোঁকাবাজ….।

I LOVE U SISTER

আবুল হাসপাতালের এক সুন্দরী নার্সের প্রেমে পড়ে গেল। সে নার্সকে প্রেমের প্রস্তাব জানিয়ে একটা প্রেমপত্র লিখল। ঐ প্রেমপত্রে কি লেখা ছিল জানেন?? I LOVE U SISTER . . . !!!

পাঁচ ছয়

এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিত্কার করছেঃ পাঁচ পাঁচ পাঁচ।
পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললঃ তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিত্কার করছ কেন?
তখন পাগলটি বললঃ তুমি কাছে আসো তোমাকে দেখাই লোকটি কাছে যেতেই পাগলটি ধাক্কা মেরে তাকে ডোবার মাঝে ফেলে দিয়ে বলতে লাগলঃ ছয় ছয় ছয়।

পেপসি খাওয়া

আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ঐ বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ একটুখানি পেপসি খেতে একশোবার চুমুক দিতে হয়? এই দেখেন, কি ভাবে খেতে হয় ! এই বলে সে একচুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল। বুড়ো ভীষণ অবাক হয়ে বলল একি করলে বাবা ! আমিতো পেপসি খাচ্ছিলাম না !ঐ বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !