হাটবারের দিন রাস্তায় দাঁড়িয়ে জড়বুদ্ধির মতো আচরণ করতেন হোজ্জা, ফলে নির্বোধ ভেবে মানুষ তাকে মুদ্রা দান করত। কিন্তু তার সামনে দুটি মুদ্রা তুলে ধরা হলে, সর্বদাই তিনি ছোট মুদ্রাটি গ্রহণ করতেন, যতবারই, যেভাবেই দেয়া হোক না কেন।
একদিন সদাশয় এক ব্যক্তি তাকে বললেন, “নাসিরুদ্দীন, তুমি তো বড় মুদ্রাটা নিতে পার। এতে তোমার দ্রুত বেশ কিছু টাকা-পয়সা জমে যাবে আর মানুষও আগের মতো তোমাকে নিয়ে তামাশা করতে পারবে না।”
“হুমম, আপনি যা বলছেন তা হয়তো ঠিক হতে পারে। কিন্তু আমি ভাবছি, আমি যদি সবসময় বড় মুদ্রাটা গ্রহণ করি, তাহলে মানুষ আমাকে তাদের চেয়েও নির্বোধ ভেবে যে আনন্দটা পায়, সে আনন্দটা আর পাবে না, ফলে দান হয়তো একেবারেই বন্ধ করে দিবে।” হোজ্জা জবাব দেন।
Jul 20
বড় মুদ্রা
Jul 20
সেরা সময় মহিলার সাথে কেটেছে
একবার এক বিখ্যাত বক্তা তারভাষণে বললেন, “আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে। কিন্তু সে আমার স্ত্রীনয়। সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো। এরপর বক্তা যোগ করলেন, “তিনি আমার মা” । সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো। হাবলুও সেখানে ছিল, এবং সে খুবই অভিভূত হল। ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে। সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল, “আমার জীবনের সেরা সময় এক … মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়” এরপরে সে একটু চুপ থাকলো আরবাকি অংশ মনে করার চেষ্টা করলো কিন্তু সে পারলো না মনে করতে যখন তার জ্ঞান ফিরল দেখল সে হাসপাতালে, ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে।
Jul 20
দুই চাপাবাজ
এন্টারটিকা নিয়ে চাপাবাজি করছে দুই চাপাবাজ অনিক আর মেহেদী-
অনিকঃ আমরা একবার এন্টারটিকায় এমন ঠান্ডার মধ্যে পড়েছিলাম যে মোমের শিখাটা পর্যন্ত জমে গেল ফলে ফুঁ দিয়েও মোম নিভাতে পারছিলাম না।
মেহেদীঃ আরে এ আর এমন কী ঠান্ডা? আমরা রাতে যে কথাবার্তা বলতাম সব জমে যেত পরের দিন আগুনে গলিয়ে সব কথাবার্তা শুনে নিতাম।
Jul 19
সিনেমা দেখা
জলি বলছে মলিকে, জানিস, সেদিন দেখি আমার স্বামী পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
মলি: বলিস কী? তুই পিছু নিলি না?
জলি: না।
মলি: কেন?
জলি: এখন হলে যে সিনেমাটা চলছে, ওটা আমি আগেও দেখেছি।
Jul 19
স্বামী আর পেঁচার মধ্যে কোন পার্থক্য নেই
নতুন বিয়ে হওয়া বান্ধবীকে প্রশ্ন করল শায়লা- কী রে তোর বর কেমন?
বান্ধবীঃ স্বামী আর পেঁচার মধ্যে কোন পার্থক্য নেই!
শায়লাঃ কেন, এমন কথা বলছিস কেন?
বান্ধবীঃ বলছি কারণ স্বামীরা তাদের বউদের সব ভাল জিনিস শুধু রাতের বেলাই খুজে পায়।