Category: পড়াশুনা

হাসির কি হলো?

শিক্ষকঃ মশা মাছি অনেক রোগ
ছড়ায়, তাদের বংশ
বৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র:হা হা হা হি হি হি হ
শিক্ষক: হাসির কি হলো?









ছাত্র: স্যার এতো ছোট
বেলুন বানাবেন
ক্যামনে!!!

ইংরেজিতে ফেল

শিক্ষক : অত করে তোকে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি?

ছাত্র : স্যার, ইংরেজিতে পাস করার জন্য কী আমরা ৫২-এর ভাষা আন্দোলন করেছিলাম?

শিক্ষক : তাই ইংরেজিতে তো করলি, অঙ্কে ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? আর শূন্যটি বাদ দিলি কেন?

ছাত্র : স্যার, আপনি তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। স্যার, যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?

শিক্ষক : ইতিহাসে তো ফেল করলি। একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন বল?

ছাত্র : কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কী আমার জন্ম হয়েছিল?

গরীবদের রচনা

বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার হলে গিয়ে দেখল গরীবদের ওপর রচনা লিখতে হবে ।
সে লিখতে শুরু করল : এক দেশে একটি খুবই গরীব পরিবার ছিল । বাবা গরীব , মা গরীব , বাচ্চারাও গরীব । বাড়িতে ৪ জন কাজের লোক ছিল , তারাও গরীব। তাদের BMW গাড়িটাও ভাঙ্গাচোরা ছিল । বাচ্চাদের ছিল পুরনো আইফোন মোবাইল । বাড়িতে ছিল মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি । পুরোপরিবারটা সত্যিকা অর্থেই গরীব । আসলেই গরীব ।

২ ফেলটুস

সামিম পরিক্ষার ফলাফল আন্তে যাচ্ছে। হেতের বাবা বলল বাপ ফলাফল আন্তে জাইতাসস আবার যদি খারাপ আসে তাহলে আমারে বাপ ডাকবিনা। সে বলল জি আব্বা। অনেক সময় পর সে আসল।

বাপ জিজ্ঞাসা করল খবর কি?

সে বলল খারাপ। আবার পরের বছর ফলাফল আনবে। এভাবে ২৫ বছর পার হয়ে গেলো কিন্তু সামিম এইটেই থেকে গেলো।
পরের বছর ফলাফল নিয়া বাসায় আসলে বুয়া বলল ভাইজান ফল কি ভাল?  সে বলল, খবর ভাল। বুয়া বলে আপনি পাশ করসেন।

না কাজি আনছি। চল বিয়া করি। তুমি আর আমি সেইম এইট এ পইরা আছি না মরজিনা। আমার মনে হয় না তমি ছাড়া আমাকে কেউ পছন্দ করব। বুয়া বলে তুমি আমারে নাম ধইরা কইলা চল বিয়া করি। তার পর ২ ফেলটুস হানিমুন করতে গেল।

প্রশ্নপত্র

মফিজ মাষ্টার পরীক্ষার জন্য এমনএক প্রশ্নপত্র বানিয়েছে যা দেখে সব শিক্ষার্থী বেঁহুস হয়েগেছে!!!
কি ছিলো প্রশ্ন? দেখুন ই না তারপর বুঝেন প্রশ্নগুলো হলো নিম্নরুপ:
১/ বাংলাদেশ কোন দেশে অবস্থিত?!
২/ ১৫ এপ্রিল কোন তারিখে আসে?!
৩/ সবুজ রং কোন কালারের হয়?!
৪/ চোর কে বাংলা ভাষায় কি বলা হয়?!
৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে?