দুই বেকার বন্ধুর দেখা হলো রাস্তায়।
কিরে তোর খবর কি ?
ভাবছি একটি গাড়ী কিনব । চাকা ঘুরলেই পয়সা ।
তাহলে এত টাকা গাড়ি কেনার দরকার কি ? একটা চাকা কিনে বসে বসে ঘুরালেও তো হয়।
Category: পাঁচমিশালী
Nov 06
চাকা ঘুরলেই পয়সা
Nov 06
বিয়ে না করার কারন
চল্লিশ বছর পার হবার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক । একদিন একজন এর কারন জানতে চাইল ।
লোকপ্টি বলল সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোজ করেছি ।
তা একটি ও পাননি?
পেয়েছিলাম একটি কিন্তু সে আবার একটি পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।
Nov 06
মহিলা এবং স্বর
কোনো মহিলা যখন গলার স্বর নামিয়ে কথা বলে তখন বুঝতে হবে তিনি কিছু চাইছেন ।
আর যখন গলা চড়া করে কথা বলে তখন বুঝতে হবে তিনি যা চেয়েছিলেন তা পান নি ।
Nov 06
আমি পত্রিকা বিক্রি করি
এক বন্ধু তার আরেক বন্ধুকে বলল,জানিস? আমি না পত্রিকার কাজ করি ।
২য় বন্ধু বলল,কি কাজ করিস? রিপোরটার নাকি ছবি তুলিস?
১ম বন্ধু জবাব দিল,আমি পত্রিকা বিক্রি করি ।
Nov 06
গাধা আর রাজা
রাজা গোপাল ভাড় কে প্রশ্ন করল,গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু?
গোপাল রাজা থেকে নিজের দুরত্ব টা মেপে তারপর জবাব দিল,বেশি না ,মাত্র সাড়ে চার হাত ব্যবধান ।