Category: পাঁচমিশালী

চাকা ঘুরলেই পয়সা

দুই বেকার বন্ধুর দেখা হলো রাস্তায়।
কিরে তোর খবর কি ?
ভাবছি একটি গাড়ী কিনব । চাকা ঘুরলেই পয়সা ।
তাহলে এত টাকা গাড়ি কেনার দরকার কি ? একটা চাকা কিনে বসে বসে ঘুরালেও তো হয়।

বিয়ে না করার কারন

চল্লিশ বছর পার হবার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক । একদিন একজন এর কারন জানতে চাইল ।
লোকপ্টি বলল সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোজ করেছি ।
তা একটি ও পাননি?
পেয়েছিলাম একটি কিন্তু সে আবার একটি পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।

মহিলা এবং স্বর

কোনো মহিলা যখন গলার স্বর নামিয়ে কথা বলে তখন বুঝতে হবে তিনি কিছু চাইছেন ।
আর যখন গলা চড়া করে কথা বলে তখন বুঝতে হবে তিনি যা চেয়েছিলেন তা পান নি ।

আমি পত্রিকা বিক্রি করি

এক বন্ধু তার আরেক বন্ধুকে বলল,জানিস? আমি না পত্রিকার কাজ করি ।

২য় বন্ধু বলল,কি কাজ করিস? রিপোরটার নাকি ছবি তুলিস?

১ম বন্ধু জবাব দিল,আমি পত্রিকা বিক্রি করি ।

গাধা আর রাজা

রাজা গোপাল ভাড় কে প্রশ্ন করল,গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু?

গোপাল রাজা থেকে নিজের দুরত্ব টা মেপে তারপর জবাব দিল,বেশি না ,মাত্র সাড়ে চার হাত ব্যবধান ।