Category: পাঁচমিশালী

ছ্য় মাসে লাখ টাকা

এক উকিলকে তার বন্ধু জিজ্ঞেস করলোঃ কি হে কেমন আয় হচ্ছে ?

উকিল বললেনঃ ছ্য় মাসে লাখ টাকা হয়েছে ।

উকিলঃ হ্যা শোন প্রথম মাসে এক টাকা , আর বাকী পাচ মাসে পাচটি শুন্য।

বিয়ে

জাদরেল উকিল -আপনি বিয়ে করেছেন তো
-আজ্ঞে হ্যা করেছি ।
-কাকে বিয়ে করছেন ?
– এক…একজন মেয়েকে
– রাবিস সেটাও বলতে হয় । কখনো শুনেছো কেউ কোন ছেলেকে বিয়ে করেছে শুনেছো?
– আজ্ঞে হ্যা আমার বোন করেছে ।

চরিত্র আবৃস্কিত

প্রথম উকিল ঃ আপনি একটি নিবোধ ।
দ্বিতীয় উকিলঃ আপনি একটি মিথ্যাবাদী।
প্রথম উকিলঃ আপনি একটা গাধা ।
বিচারক ঃ আমি অনুমতি দিচ্ছি , যতক্ষন না আপনাদের দুজনের চরিত্র আবৃস্কিত হয় ততক্ষন ঝগড়া চালিয়েই যবেন থামবেন না ।

তোমার বাপকেও না

ফিলিপ তার ছেলেকে উনুনের ওপর বসিয়ে দিয়ে ঠিক যে মুহুতে ছেলেটি লাফ মারলো বাবা এক পা সরে দাড়ালো। ছেলেটি মাথা গুজে পড়লো মাটিতে
এ থেকেই তুমি একটা একটা শিক্ষা পাবে , বললো ফিলিপ – কাউকে বিশ্বাস করবেনা । এমন কি তোমার বাপকেও না।

তিনটেই

এক অভিনেত্রী বিদেশে যাবার জন্য পাসর্পোটের ফর্ম ফিলাপ করতে গিয়ে এক জায়গায় এসে চিন্তিত হয়ে পড়লেন।ফর্ম এর এক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে আবেদকারী কি অবিবাহিত অথবা ডাইর্ভোস । অভিনেত্রী অনেক চিন্তা করে লিখলেন তিনটেই ।