একটি দয়ালু লোক রাস্তা দিয়ে যেতে দেখল একটি বালক একটি বাড়ির দরজায় উপরের ইলেক্ট্রিক বোতাম টেপার চেষ্টা করে ব্যথ হচ্ছে – হাতের নাগাল পাচ্ছে না
লোকটি এগিয়ে এসে তাকে সাহায্য করল – বেলটি টিপে দিল । তারপর হেসে বালকটি বলল কি ব্যাপার ।
ব্যাপার গরুতর
– কেন?
– আমি তো ছুটে পালায়। আপনি বুঝুন গরুতর কেন?
Category: পাঁচমিশালী
Nov 07
ব্যাপার গরুতর
Nov 07
নাক দিয়ে ভাত খাওয়া
তিনজন বৈজ্ঞানিক প্লেনে চড়ে কোথাও যাচ্ছিলেন । এরা হলেন বৃটেন , রাশিয়াও বাংলাদেশের অধিকারী । তিনজনই নিজ দেশের আবিস্কারের উপর কথায় প্রতিযোগিতা শুরু করলেন ।
বৃটেন- আমার দেশে এমন একটা জাহাজ আবিস্কৃত হয়েছে যা কি না পানির উপর দিয়ে চলে ।
অন্যদুই জন বললেন – তা নাকি?
রাশিয়া – আমাদের বৈজ্ঞানিকরা এমন একটা প্লেন আবিস্কার করেছেন যা কিনা আকাশের নীল অংশের উপর দিয়ে চলে ।
অন্যদুই জন – কি করে ?
রাশিয়া- উপর দিয়েই যায় তবে নীল অংশের দুই আঙ্গুল নীচ দিয়ে ।
বাংলাদেশ – তা আর এমন কি আমাদের দেশ তো নাক দিয়ে ভাত খাওয়া পদ্ধতি আবিস্কার করেছে ।
অন্যদুজন – এতো সাংঘাতিক আবিস্কার ।
বাংলাদেশ – হ্যাঁ তবে নাকের দুই আঙ্গুল নীচ দিয়ে ।
Nov 07
অন্য পদ্ধতি
আফ্রিকার উন্নতশীল দেশের এক রকেট বিশেষজ্ঞ কোন একি ভোজ সভাই তার দেশ রকেট ও উপর উৎক্ষপনে কতটা অগ্রসর হয়েছে তার বিবরন দিতে গিয়ে – বুঝলেন মিসেস ওবেটু কয়েক কোটি ডলার খরচ করে আমরা এ বছরই মহাশুন্য ছটা ইদুর পাঠাচ্ছি ।
মিসেস ওবেটু – ইদুরের উৎপাত ঠেকাতে এর থেকে ঢের কম খরচে অন্য পদ্ধতি ও তো আছে ।
Nov 07
আয়না ভেবেছেন
ইন্টারভিউ দিতে একটি লোক বড় সাহেবের সামনে বসতেই বলে উঠলেন আমার সামনে একটি বাদর বসেছে । লোকটি বললো আজ্ঞে মাফ করবেন – আপনি আমাকে একটি আয়না ভেবেছেন।
Nov 07
রেল দুঘটনা দেখবে
রেলের সিগন্যালম্যান পদের জন্য যুবক শিক্ষাথীর ইন্টারভিউর সময় প্রশ্ন করলেন
-আচ্ছা মনে কর একই লাইনে দুটো ট্রেন দু দিকে থেকে আসছে , তখন তুমি কি করবে?
– আমি তখন পয়েন্ট সিগন্যাল ঊঠিয়ে গাড়ি দুটো দাড় করার চেষ্টা করবো
– ঠিক বলেছে – ষ্টেশন মাষ্টার বলে কিন্তু মনে কর এমন কুয়াশা হয়েছে যাতে সিগন্যাল দেখায় যাচ্ছে না তখন কি করবে?
-আমি লাল পতাকা দেখিয়ে ট্রেন থামাবার চেষ্টা করবো
-কিন্তু তখন যদি রাত্রি হয় ?
– তাহলে আমি লন্ঠন নাড়াতে থাকব। প্রাথী উত্তর দিয়ে যাই ।
– কিন্তু ধরো তোমার লন্ঠনে তখন তেল নেই যুবকটি প্রশ্নকালে কাৎ করে ফেলবার জন্য পরীক্ষকের অসাধ্য সাধনায় প্রয়াস ।
– ধরো তোমার কাছে তখন দেশলাই নেই ।
– তাহলে আমি ছুটে গিয়ে আমার ছোট বোনটাকে ঘটনা স্থলে আনবো ।
– তোমার বোনকে কিসের জন্য ? – অবাক হয়ে জিজ্ঞেসা করলেন ।
– স্যার , আমার বোনের বহুদিনের সাধ , চোখের সামনে একটা বেশ বড় গোছের রেল দুঘটনা দেখবে ।