দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয়চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।
Category: পাঁচমিশালী
Nov 15
চাপাবাজি
Nov 14
কিরে দোস্ত, মন খারাপ কেন?
এক বন্ধুর মন খুব খারাপ। অন্য বন্ধু তাই দেখে কথা বলছেঃ
১ম বন্ধুঃ কিরে দোস্ত, মন খারাপ কেন? ওঃ তোর বউ সেই যে বাপের বাড়ি গেল, এখনও আসেনি, তাই?
২য় বন্ধুঃ নারে দোস্ত, আজকে তার ফিরে আসার কথা!
Nov 14
৬৪ দাতঁ
এক বন্ধু আরেক বন্ধুকে রাগতভাবে বলছে,”আর একটা ফালতু কথা বলবি,থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাতঁ ফেলে দেবো।”
সেটা শুনে তাদের আরেকটা বন্ধু বলে উঠল, “দুস্তো,আগে জানতাম,মানুষের দাত থাকে খুব বেশি হলে ৩২ টা,আর তুই কিনা তাকে বলছিস,”থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাতঁ ফেলে দেবো???”
তখন ১ম বন্ধু ৩য় জনকে বলল,”আমি আগেই জানতাম তুই মাঝখানে এসে নাক গলাবি,তাই তোরটা সহ হিসাব করে বলেছি।”
Nov 14
দুইশ কিন্তু আমার
তোতা পাখি কেনার জন্যে এক ক্রেতা সুন্দর একটা পাখির দোকানে গেলেন।
ভাই, ভাল একটা তোতা পাখি দেখান তো।
এটা নিয়ে যান। এই পাখি গান করে, আবৃত্তি করে, এমনকি গ্রবন্ধও কিছু-কিছু মুখস্থ করে রেখেছে।
তাই নাকি? তা হলে তো ভালোই। দাম কত?
: ছয় শ’ টাকা।
ঠিক আছে, দেন।
কিন্তু বাড়ি আনার পর তোতা পাখিটা টু শব্দ পর্যন্ত করলো না। তিন সপ্তাহ পার হল, তবুও না। বিরক্ত হয়ে ক্রেতা পাখিটা দোকানে ফেরত নিয়ে গেলেন। কিন্তু মালিক পাখি ফেরত নিবেন না। বললেন, দেখুন, আমি যে পাখিটা দিয়েছিলাম সেটা গান, আবৃত্তি সবই পারত। যেটা ফেরত দিতে এসেছেন এটাতো কথাই বলতে পারেনা। তবু আপনি যখন বলছেন পাখিটা আমি ফেরত নেব, কিন্তু এক শ’ টাকার বেশি দিতে পারবো না।
ক্রেতা বাধ্য হয়ে একশ টাকাতেই পাখি ফেরত দিয়ে দিলেন। দোকান থেকে বের হওয়ার সময় শুনতে পেলেন তোতা পাখিটা বলছে-পাঁচশ টাকার মধ্যে দুইশ কিন্তু আমার!!!
Nov 14
গাধা দেখেছিস?
দুই বন্ধুর ঝগড়া লেগেছে। রাগে এক বন্ধু অপর বন্ধুকে বলল,
: তুই কি জানিস? তুই তো একটা গাধা।
: তুই কি কোনদিন গাধা দেখেছিস?
: অবশ্যই। এইতো আমার সামনে দাঁড়িয়ে আছে।