ক্লাসে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে…
১ম বন্ধু: আছ্ছা বলত কোন পাখি উড়ে না?
২য় বন্ধু: উট পাখি!
১ম বন্ধু: আরে ছাগল মরা পাখি কি উড়ে…
Category: পাঁচমিশালী
Nov 15
মরা পাখি!
Nov 15
মামার ফাসি
১ম বন্ধু: জানিস আমার মামা আগে থেকে জানত সে কিভাবে কোন দিন মারা যাবে।
২য় বন্ধু: সে কি জতিষী বলেছে নাকি?
১ম বন্ধু: না, জজ বলেছে!
Nov 15
পাংগাস
ছলিমুদ্দিন শশুর বাড়িতে গেছে। যাওয়ার সময় বাজার থেকে একটা বড় পাংগাস মাছ নিয়ে গেছে। যেতে যেতে রাত হয়ে গেছে তাই তার শাশুরি আর মাছ রাধে নি।
যা হোক রাতে যা ছিল তা খেয়ে ঘুমোতে গেছে।
ছলিমুদ্দিন ঘুমে নি টেনে বলছে পাংগাস…….
তার শাশুরিও নাক টেনে বলছে কাল খাস…..
Nov 15
যার যা দরকার
গৃহকতা’ বাড়ি ফিরে দেখলেন তার মেয়ে আম গাছে উঠে আম পাড়ছে। উপরে মেয়ের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে সোজা ভেতর বাড়িতে চলে গেলেন। পরের দিন বাড়িতে ফেরার সময় বাজার থেকে আন্ডারওয়্যার কিনে এনে মেয়ের হাতে দিলেন। এ দৃশ্য মেয়ের মা দেখে তার পরের দিন কতা’ বাড়ি ফেরার সময় হতেই আম গাছে উঠে রইলেন। যথা সময়ে গৃহকতা’ ফিরে উপরে গিন্নির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে সোজা ভেতর বাড়িতে চলে গেলেন। তার পরের দিন বাড়িতে ফেরার সময় বাজার থেকে ব্লেড কিনে এনে গিন্নির হাতে দিলেন।
Nov 15
আজ ঈদ
খোকা: আম্মু আজ ঈদ তাই না ।
আম্মু: না আজ ঈদ হবে কেন।
খোকা: তা না হলে ওঘরে আব্বু আর ছোট খালামনি কোলাকুলি করছে কেন।