Category: পাঁচমিশালী

আমার সঙ্গে ভিক্ষা কর

একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো।

সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল : তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব

জবাবে ভিক্ষুক লোকটিকে বলল: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।

পাসোয়ারড

মফিজ ভাই ফোন দিল কম্পিউটার সার্ভিংসিংয়ের লোকের কাছে
মফি্জঃ এ বেডা মোর কম্পুটারে সমেস্যা হুইছে। মুই পাসোয়ার্ড টেপলে খালি তারা চিন্ন(*)ওডে।
লোকঃ স্যার এটা আপনার সুরক্ষার জন্য।

সামনে লেজ।

একবার টারজান গাছের ডালে ঝুলে ঝুলে যাচ্ছিল । হটাৎ তার লেংটি একটা ডালে বেধে খুলে গেল। তাই দেখে বনের সব প্রাণীরা হাসতে লাগলো । তখন টারজান বানরকে বলল হাসছো কেন….??
বানর বলল “ আমার জীবনে এই প্রথম কোন প্রাণী দেখলাম যার সামনে লেজ আছে ”।

বাঘের বিয়ে

বনে বাঘের বিয়ে হচ্ছে। সেখানে এসেছে শিয়াল, হাতি, সিংহ, ভাল্লুক আরো অনেকে। সবাই অনেক নাচ গান করছে। কিন্তু বিড়াল কিছুটা ব্যতিক্রম। সে একটু নাচে আর একটু কাঁদে। তা সিংহ মামার নজরে গেলো। বিড়ালের কাছে এসে বিড়ালকে বলছে…….

সিংহ: কিরে বিলাই, তুই একবার নাচোসতো আর একবার কান্দোস, ঘটনা কি?

বিড়াল: কি আর কমু মামু, নাচি বাঘ মামুর বর্তমান অবস্থা দেইখা আর কান্দি বাঘ মামুর ভবিষ্যত চিন্তা কইরা।
সিংহ: ভবিষ্যত চিন্তা কইরা মানে?

বিড়াল: মামু, আমিও এক সময় বাঘ মামুর লাহান বাঘ আছিলাম, বিবাহ কইরা বিলাই-এ পরিনত হইছি।

*গোপালভারের জব্দ*

গোপালভারের বুদ্ধির কথা সারা দেশে ছরিয়ে পরল|ঐ দেশের রাজা ঠিক করল গোপালকে এবার জবদ করতে হবে|তাই সে তার ৭ জন প্রজাদের ডেকে সবার হাতে একটি করে ডিম হাতে দিয়ে বলল ডিম গুলো লুকিয়ে রাখতে|এমন সময় সেখানে গোপাল আসলো| গোপালকে দেখে রাজা গোপাল ও ঐ সাত প্রজাদের উদ্দেশ্যে একটি পুকুর দেখিয়ে ঘোষনা করলো :তোমরা সবাই এই পুকুরে ঝাপ দিয়ে একটি করে ডিম তুলে আনবে| যে না পারবে বুঝতে হবে যে সে অপয়া, মায়ের জারজ সনতান|কি আর করা রাজার কথামত সাবাই পানিতে ঝাপ দিলো|ওদের কাছে আগেই ডিম দেয়া হয়েছিলো তাই ৭ প্রজা নিস্চিন্তে পানিতে ঝাপ দিলো |কিছুখনপর সাবাই নিজেদের কাছে লুকানো ডিম নিয়ে ফিরে আসলো কিনতু গোপাল আসলো খালি হাতে |গোপালের হাত খালি দেখে রাজা বলে উঠলো তোমার হাতে ডিম নেই তারমানে তুমি….. রাজার কথা শেষ হয়ার আগেই গোপাল বলে উঠলো ,’এখানে যেকয়জন আছে সবাই মাইগ্গা হাস (মেয়ে হাস) একমাএ আমিই মর্দা হাস (ছেলে হাস)|গোপালের কথায় রাজা হেসে উঠলো বুঝলো গোপালকে হারানো এত সহজ না|