শিক্ষক: মদন, তুমি তো বেশী কথা বলো।
মদন: স্যার, এটা বংশগত।
শিক্ষক: কি বলতে চাও?
মদন: আমার দাদু একজন রাস্তার হকার ছিলেন, আমার বাবা একজন শিক্ষক।
শিক্ষক: আর তোমার মা?
মদন: তিনি তো মহিলা।
Nov 14
শিক্ষক: মদন, তুমি তো বেশী কথা বলো।
মদন: স্যার, এটা বংশগত।
শিক্ষক: কি বলতে চাও?
মদন: আমার দাদু একজন রাস্তার হকার ছিলেন, আমার বাবা একজন শিক্ষক।
শিক্ষক: আর তোমার মা?
মদন: তিনি তো মহিলা।
Nov 14
শিক্ষক: বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
ছাত্র: চাঁদ, স্যার।
শিক্ষক: কেন?
ছাত্র: চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয় কিন্তু সূর্য দিনে দেয় যখন আমাদের প্রয়োজন নেই।
Nov 14
শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলছেন কে কি হতে চায় ভবিষ্যতে-
রানা: আমি পাইলট হতে চাই।
সুমিত: আমি ডাক্তার হতে চাই।
দীপা: আমি একজন ভালো মা হতে চাই।
সুমন: আমি দীপাকে সাহায্য করতে চাই।
Nov 13
বাবাঃ বলতো তোমাকে যদি এক ট্রেতে করে কিছু টাকা আর জ্ঞান এনে দেয়া হয় তুমি কোনটা নিবে।
ছেলেঃ কেন টাকা !
বাবাঃ দুর বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম।
ছেলেঃ বাবা, যার অভাব যেটির, সে সেটা নিবেই।
Nov 12
শিক্ষকঃ বলতো জহির, শিক্ষকদের স্থান কোথায়?
জহিরঃ কেন স্যার, আমার পেছনে।
শিক্ষকঃ শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি। তোমার কিছু হবেনা!
জহিরঃ কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পেছনে অত মাষ্টার লাগালাম, তবু তুই পাশ করতে পারলিনা।