Most commented posts

  1. ২ ফেলটুস — 3 comments
  2. কে পেটুক — 1 comment

Author's posts

কে পেটুক

এক দিন গোপাল ও মহারাজ কৃষ্ণচন্দ্র সহ সভা সদরের লোকেরা বসে আখ খাচ্ছে। মহারাজ আখ খেয়া সব আঠি গোপাল এর সামনে জড়ো করছে। তার দেখা দেখি সভাসদের সবাই গোপালের সামনে জড়ো করছে। তখন এক সময় গোপালের সামনে দেখতে দেখতে এক ঝুরি আঠি জমা হলো।

তখন মহারাজ বলল কি হে গোপাল, খিদে কি অনেক পেল নাকি তা না হলে ৫ ঝুড়ি আখ খেলে কিভাবে? তা না হলে ১ ঝুড়ি আঠি হয় না। বলি পেটুক হলে নাকি?

গোপাল ভাঁড় বলল আমি তো আখ খেয়াছি এবং আঠিও  ফেলেছি। কিন্তু আপনারা যে আখ খেয়েছেন তাতো আটি সুদ্ধ খেয়ে ফেলেছেন। না হলে আটি গেলো কই। তাই বলুন কে বেশি পেটুক।

ফাসি দেওয়া যাবেনা

এক শিক্ষক ছাত্র কে বলছেন, বল তো বল্টু। মহাশুন্যে কি করা যায় না?

বল্টুঃ ফাসি দেওয়া যায় না.

অভার টাইম

এক লোক ইন্টারভিউ দিবে।

প্রশ্নঃ আপনার বয়স কত?

উত্তরঃ জি ৩ না না ৩০ বছর

প্রশ্নঃ আগে কোনো চাকরি করেছেন?

উত্তরঃ জি করেছি।

প্রশ্নঃ কত বছর?

উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ কিভাবে সম্ভব? আপনার তো ৩০ বছর।

উত্তরঃ বুঝেন নাই, ওভার টাইম করেছি.

কী অদ্ভুদ

এক বাক্তি রক্ত নিয়া গবেষক। তিনি গবেষনা করেছে এবং তার ফলাফল লোকদের জানাবেন। তখন গবেষক এক উপস্থিত সভাতে বললেন রক্ত এক প্রকার তরল জাজক কলা। সেই শুনে এক লোক বলল তাইলে স্যার, কলা খাইলে রক্ত বারে আর মাইনসে কয় লাল শাক খাইলে রক্ত বাড়ে। হুদাই মিছা।

তখন গবেষক বললনারে গাধা অই কলা সেই কলা না সেই কলা অই কলা না। এইটাই তো আমার গবেষনা।

কি ভাবে বাচাব

একদিন শিক্ষক পরাচ্ছেন পানি এবং সাতার নেয়া।সার বল্লেন তরা যারা সাতার পারিস্না যারা দুবে যাবি বা অন্ন কন কারনে পানিতে পরবি বা যে কেউ পরলে তার ছুল ধরে উঠাবি পানি থেকে।ত সঙ্গে সঙ্গে বল্টু বলে উঠল সার আপ্নি পানিতে পরলে আম্রা কেউ কিন্তু আপ্নাকে বাচাতে পারবনা।সার বল্ল কেন আমি তদের শিক্ষক আর আমাকে বাচাবিনা কিন্তু কেন?বল্টু বল্ল কারন সির আপ্নার মাথাতে ত চুল ই নাই।তখন শ্রেনির সবাই হেসে উঠল…………হাহাহাহাহাহাহাহাহাহ ।সার কি শিক্ষা দেই