Most commented posts
- commercial ভালোবাসা — 2 comments
Jul 22
এক ছেলে একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিল। মেয়েটি একটু গম্ভীরতা দেখিয়ে বললো, “আমি ভেবে জানাবো”। এরপর সপ্তাহ খানেকের মধ্যে আর কোনো যোগাযোগ নাই। ছেলেটি তো আশা প্রায় ছেড়েই দিয়েছে, এরই মাঝে হঠাৎই মেয়েটির চিঠি এলো তার কাছে । চিঠি:- অনেক ভেবে দেখলাম, আমার জন্য তুমিই perfect, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে এই চিঠি পাওয়ার 1সপ্তাহের মধ্যে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে বাড়িতে । (পাঠক, বলুনতো এটা কমন ভালোবাসা ? পারলেন না….!!! সহজ তো। এটাকে বলে commercial ভালোবাসা ।