Most commented posts
- আম জামের রস — 7 comments
- লিঙ্গ সমস্যা — 2 comments
- kiss — 1 comment
Jul 12
একবার টারজান গাছের
ডালে ঝুলে ঝুলে যাচ্ছিল। হঠাৎ
তার পেন্টিটা একটা ডালে
বেধে খুলে গেলো। তাই দেখে বনের
সব
প্রাণীরা হাসতে লাগলো। তখন
টারজান বানরকে বললঃ
হাসছো কেন….
বানর বললঃ “আমার জীবনে এই
প্রথম কোন প্রাণী দেখলাম যার
সামনে লেজ আছে”।
Jul 12
বোয়াল মামা হাসপাতালে ভর্তি
তো হাসপাতালের এক
নার্সকে দেখে মামার মাথায়
নষ্ট !!
মামা নার্স কে ডেকে বলল
ওগো তুমি তো আমার হৃদয়
চুরি করেছো !!
নার্স রেগে গিয়ে বলল এক চড়
মেরে দাত ফেলে দেব
হারামজাদা আমি তো শুধু তোর
কিডনী নিছি !!!
Jul 12
ছাত্রীঃ স্যার দরজা জানালা বন্ধ
করে দিন!
স্যারঃ কেন?
ছাত্রীঃ আপনাকে একটা গোপন
জিনিস দেখাব!!!
স্যারঃ সত্যি??? (অবাক হয়ে)
ছাত্রীঃ হ্যাঁ, আগে সবকিছু বন্ধ
করে দিন
যাতে আলো না আশে !!
স্যারঃ তারপর?? আর?
ছাত্রীঃ আমার কাছে আসেন
স্যারঃ ওহ !! তারপর? আর
কি করবো বলো?
ছাত্রীঃ স্যার এবার দেখেন।
আমার ঘড়িতে
লাইট জ্বলে ! !
Jul 12
আবুল তার
বউকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গ
সন্ধ্যাবেলা সি-বীচ
থেকে ঘুরে এসে তারা হোটেলের
রুমে গেল। আবুলের বউ
রুমে গিয়েই
বাথরুমে ঢুকল।
এমন সময় এক
সুন্দরী মেয়ে তাদের
রুমে এসে আবুলকে একা দেখে বলল
আপনার কি কিছু লাগবে?
আবুল না বলে মেয়েটিকে বিদায়
করে দিল।
আবুলের বউ বাথরুম
থেকে এসে বললঃ কে এসেছিল?
আবুল
বললঃ একটা বাজে মেয়ে এসেছিল।
বিদায় করে দিয়েছি।
আবুলের বউ রেগে গিয়ে বললঃ এই
শোন, তোমরা ছেলেরা সুযোগ
পেলেই
মেয়েদের বাজে বলো কেন? কই,
আমি তো শূনলাম, মেয়েটা তোমার
কিছু
লাগবে কি-না,
তা জানতে এসেছিল।
আবুল কিছুতেই বউকে বিশ্বাস
করাতে পারলোনা যে,
মেয়েটা খারাপ।
তাই, সে বাধ্য হয়ে বললঃ ঠিক
আছে,
আমি ঐ মেয়েটাকে আসতে বলছি,
তুমি খাটের নীচে লুকিয়ে পড়ো।
আবুলের বউ লুকিয়ে পড়লো, আবুল
ম্যানেজারের কাছে ফোন
করে মেয়েটাকে পাঠাতে বললো।
মেয়েঃ স্যার, আপনার কি কিছু
লাগবে?
আবুলঃ আমি খুব একা বোধ করছি।
মেয়েঃ আমাকে ৮০০ টাকা দিন।
আমি আপনার সব একাকীত্ব দূর
করে দিবো।
আবুলঃ তোমার মত মেয়ে ৮০০
টাকা!
১০০ টাকার ১ পয়সাও
বেশি পাবেনা।
মেয়েটা সরি বলে চলে গেল।
এবার আবুলের বউ বিশ্বাস করলো।
একটু পরে আবুল আর তার বউ
ডিনারে যাচ্ছে, তখন ঐ মেয়েটার
সাথে দেখা।
মেয়েটা আবুলকে বলে উঠলো
স্যার, ১০০ টাকায় এরকম
পেত্নীই
জুটবে, আমার মত সুন্দরী পাবেন
না !!
Jul 12
এক মেয়ের সাথে আরেক মেয়ের
কথা হচ্ছে…
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের
কোন বিশ্বাস নাই।
আমি তো আজকে থেকে
ওর মুখও দেখতে চাইনা…।
২য় মেয়েঃ কি হইছে??.. তুমি কি ওকে
অন্য কোন মেয়ের
সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না! ও আমারে আরেক
ছেলের সাথে দেখে ফেলছে.. ।
কালকে ও আমারে বলছিল
ও নাকি শহরের
বাইরে যাবে. . . . !
মিথ্যুক , বদ, ধোঁকাবাজ….।