Most commented posts
- মোবাইল ফোনের কথা — 18 comments
- প্রেমের কাহিনী — 18 comments
- হায় কপাল — 3 comments
Feb 28
মৃদুল দা বিয়ে করেছে। ২বছর পর তাঁর বাচ্চা হয়েছে। তো একদিন সে তার বৌ, বাচ্চা কে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো হঠাৎ রাস্তায় আমার সাথে দেখা। আমি জিজ্ঞাসা করলাম,
”কেমন আছো গো মৃদুল দা তোমার খবর কি?”
মৃদুল দা বলল, ”খবর ভাল না রে খুবই কষ্টে আছি রে। কেউ এখন আমাকে আর পাত্তা দেয় না রে।
আমি বললাম, ” কেন গো? কি হয়েছে?
সে বলল, ”আরে, আমি সেদিন VODAFONE এর CUSTOMER CARE এ ফোন করেছি। প্রথমে তো ভাষন দিয়ে গেল কিছুক্ষণ। তারপর বলে, WE ARE HAPPY TO HELP YOU. PLEASE SELECT YOUR OPTION. আমাকে তো ওরা OPTION দিল, প্রথম টা, বাংলায় কথা বলার জন্য এক টিপুন, আর দুই নম্বর টা বলল, নতুন বউ পেতে হলে পুরোনো বউ-এর গলা টিপুন।
Jan 19
একটি ছেলে প্রেম শুরু করে কীভাবে এবং একটি মেয়ে প্রেম শেষ করে কীভাবে যানেন?
একটি ছেলে প্রেম শুরু করেঃ আজকে থেকে আমরা দুজনে একে ওপরের বন্ধু হতে পাড়ী।
একটি মেয়ে প্রেম শেষ করেঃ আজ থেকে আমরা একে ওপরের বন্ধু।
Jan 19
তো গত ৫ দিন আগে রাজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো হঠাৎ গোপাল ওকে দাকলো। রাজা গোপালের কাছে যেতেই, গোপাল বলে উঠল ” রাজা জানিস কি হয়েছে?” রাজা উত্তর দিলো ” কি?”। তখন গোপাল বলল ” তো গত পরশু দিন Vodafone এ একটা ফোন করেছি তো ওরা বলল, বাংলায় কথা বলার জন্য এক টিপুন, নতুন বউ পেতে হলে পুরনো বউ-এর গলা টিপুন।