হাসুন প্রান ভরে!
Most commented posts
- শরীরের বর্ণনা — 116 comments
- প্রথমে চুমু দিন — 63 comments
- আমার নিচে ও ছিল — 58 comments
- দুধ খাই না — 54 comments
- এক বউ দুই স্বামী — 42 comments
Nov 06
বাবা পুকুরে নেমে গোসল করছেন মা ও ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ ছেলেটি বললো মা আমিও বাবার সঙ্গে পুকুরে গোসল করব ।
মা- না বাবা তোমার এখন ইন্স্যুরেন্স করা হয়নি ।
Nov 06
১ম বান্ধবী- তোমার স্বামী কেমন আছেন?
২য়- ও তার মতো ভাগ্যবান আর কেউ হয়না । কাল সে একটা ইন্সুরেন্স করেছিলো আর আজই সে রাস্তায় গাড়ী চাপা পড়ল।
Nov 06
শ্বাশুড়ি জামাইকেঃ এবার বাবা একটা লাইফ ইন্সুরেন্স করে ফেলো ।
জামাইঃ আপনি মা কিনা তাই হয়তো বুঝতে পেরেছেন , মেয়ে আপনার শিগরীর বিধবা হবে ।
Nov 06
দুই বেকার বন্ধুর দেখা হলো রাস্তায়।
কিরে তোর খবর কি ?
ভাবছি একটি গাড়ী কিনব । চাকা ঘুরলেই পয়সা ।
তাহলে এত টাকা গাড়ি কেনার দরকার কি ? একটা চাকা কিনে বসে বসে ঘুরালেও তো হয়।
Nov 06
চল্লিশ বছর পার হবার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক । একদিন একজন এর কারন জানতে চাইল ।
লোকপ্টি বলল সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোজ করেছি ।
তা একটি ও পাননি?
পেয়েছিলাম একটি কিন্তু সে আবার একটি পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।