হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

ব্যাপার গরুতর

একটি দয়ালু লোক রাস্তা দিয়ে যেতে দেখল একটি বালক একটি বাড়ির দরজায় উপরের ইলেক্ট্রিক বোতাম টেপার চেষ্টা করে ব্যথ হচ্ছে – হাতের নাগাল পাচ্ছে না
লোকটি এগিয়ে এসে তাকে সাহায্য করল – বেলটি টিপে দিল । তারপর হেসে বালকটি বলল কি ব্যাপার ।
ব্যাপার গরুতর
– কেন?
– আমি তো ছুটে পালায়। আপনি বুঝুন গরুতর কেন?

নাক দিয়ে ভাত খাওয়া

তিনজন বৈজ্ঞানিক প্লেনে চড়ে কোথাও যাচ্ছিলেন । এরা হলেন বৃটেন , রাশিয়াও বাংলাদেশের অধিকারী । তিনজনই নিজ দেশের আবিস্কারের উপর কথায় প্রতিযোগিতা শুরু করলেন ।
বৃটেন- আমার দেশে এমন একটা জাহাজ আবিস্কৃত হয়েছে যা কি না পানির উপর দিয়ে চলে ।
অন্যদুই জন বললেন – তা নাকি?
রাশিয়া – আমাদের বৈজ্ঞানিকরা এমন একটা প্লেন আবিস্কার করেছেন যা কিনা আকাশের নীল অংশের উপর দিয়ে চলে ।
অন্যদুই জন – কি করে ?
রাশিয়া- উপর দিয়েই যায় তবে নীল অংশের দুই আঙ্গুল নীচ দিয়ে ।
বাংলাদেশ – তা আর এমন কি আমাদের দেশ তো নাক দিয়ে ভাত খাওয়া পদ্ধতি আবিস্কার করেছে ।
অন্যদুজন – এতো সাংঘাতিক আবিস্কার ।
বাংলাদেশ – হ্যাঁ তবে নাকের দুই আঙ্গুল নীচ দিয়ে ।

মুমুর্ষু ব্যক্তি এবং সম্পদ

আইনের অধ্যাপক উইল বা ইচ্ছাপত্র সর্ম্পকে বিরাট লেকচার দিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করলেন , এবার বলোতো উইলের ব্যাপারে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি কি?
চট করে পেছন থেকে এক ছাত্র বললো একজন মুমুর্ষু ব্যক্তি এবং তার ধন সম্পদ স্যার।

অন্য পদ্ধতি

আফ্রিকার উন্নতশীল দেশের এক রকেট বিশেষজ্ঞ কোন একি ভোজ সভাই তার দেশ রকেট ও উপর উৎক্ষপনে কতটা অগ্রসর হয়েছে তার বিবরন দিতে গিয়ে – বুঝলেন মিসেস ওবেটু কয়েক কোটি ডলার খরচ করে আমরা এ বছরই মহাশুন্য ছটা ইদুর পাঠাচ্ছি ।
মিসেস ওবেটু – ইদুরের উৎপাত ঠেকাতে এর থেকে ঢের কম খরচে অন্য পদ্ধতি ও তো আছে ।

আয়না ভেবেছেন

ইন্টারভিউ দিতে একটি লোক বড় সাহেবের সামনে বসতেই বলে  উঠলেন আমার সামনে একটি বাদর বসেছে । লোকটি বললো আজ্ঞে মাফ করবেন – আপনি আমাকে একটি আয়না ভেবেছেন।