হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

আমিও যুদ্ধে যেতে চাই না

এক সৈন্য ছুটতে ছুটতে এসে হাজির এক নানের কাছে।
“সিস্টার, আমাকে খুঁজছে এক দুষ্ট পুলিশ। আমাকে বাঁচান!” বললো সে।

“ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাছা! তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি?” খোনা গলায় বললেন নান।

“আমি কি আপনার এই ঢোলা আলখাল্লার নিচে লুকাতে পারি?” জানতে চাইলো সৈন্য।

“নিশ্চয়ই।” সায় দিলেন নান। সৈন্য হামাগুড়ি দিয়ে তাঁর আলখাল্লার নিচে ঢুকে পড়লো।

খানিকক্ষণ বাদেই এক পুলিশ ছুটতে ছুটতে এসে হাজির।

“সিস্টার, এদিক দিয়ে কোন সৈন্যকে যেতে দেখেছেন?”

“হ্যাঁ বাছা। সে তো ওদিকে চলে গেলো ছুটতে ছুটতে।”

পুলিশ ধন্যবাদ জানিয়ে নানের দেখানো দিকে ছুটতে ছুটতে চলে গেলো।

আলখাল্লার নিচ থেকে বেরিয়ে সৈন্য বললো, “সিস্টার, আপনি আমাকে বাঁচালেন। আমি যুদ্ধে যেতে চাই না, কিন্তু ব্যাটারা আমাকে জোর করে পাঠাবেই!”

নান বললেন, “ঠিক আছে বাছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

সৈন্য বললো, “ইয়ে, সিস্টার, একটা কথা আপনাকে বলা দরকার। আলখাল্লার নিচে বসে দেখলাম কি না। দারুণ একজোড়া ঊরু আপনার!”

নান বললেন, “বাছা, আরেকটু ওপরে খেয়াল করলে দারুণ একজোড়া অন্ডকোষও দেখতে পেতে। আমিও যুদ্ধে যেতে চাই না …।”

পাগল

এক বাস ড্রাইবার এক্সিডেন্ট করে রাস্তার পাশে জমির ভিতর ঢুকে পরে | পুলিশ এসে তাকে জিজ্ঞাস করল, ফাকা রাস্তায় সে কেন এরকম এক্সিডেন্ট করল?

ড্রাইবার বলল, স্যার আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম, হটাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করল ।
আমি ভাবলাম আমি যদি পাগলকে বাচাই, তাহলে বাসের সবাইকে মারতে হবে আর যদি বাসের সবাইকে বাচাই, তাহলে পাগলকে মারতে হবে । আমি চিন্তা করে দেখলাতম, একজনের চেয়ে, সবাইকে বাচানো ভালো । তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগলটাকে মারবো ।

স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম , পাগলটা দৌড়ে জমির ভিতর ঢুকে গেল ।

বিচি

এক লোকের তিনটি বিচি | সে এটা নিয়া খুবই চিন্তিত | লজ্জায় কাউকে বলতে পারছে না | উপায় না দেখে ডাক্তারের কাছে গেল |
লোক : লজ্জিত হয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি |

ডাক্তার : কি বলেন বুঝতে পারছি না |

লোক : আরে আপনার আর আমার মিলে ৫ টি |

ডাক্তার : কিছুই বুঝতে পারছি না | পরিস্কার করে বলুন |

লোক : উপায় না দেখে বলল, আপনার আর আমার মিলে ৫ টি বিচি ||

ডাক্তার : তাহলে কি আপনার ১ টি ??

লিপিস্টিক

স্বামী : তোমার এক মাসে এতো লিপিস্টিক  লাগে আমি ভাবতে পারি না, আর কারো এতো লাগে কিনা?

স্ত্রী : আরে  লিপিস্টিক অর্ধেকতো তোমার পেটেই যায় |

মরা পাখি উড়ে

মামা দেশের সেরা তিনজন শিকারির মাঝে নিজেকে একজন মনে করেন । একদিন ভাগ্নেকে নিয়ে মামা শিকারে গেলেন | একটি পাখি উড়ে যেতে দেখে ভাগ্নে বলল, মামা ঐ পাখিটি শিকার করো ।

মামা তার সকল প্রতিভা লাগিয়ে পাখিটার দিকে গুলি মারলো  কিন্তু নিরবে উড়ে গেল ।

ভাগ্নে বলল, মামা তোমার মতো শিকারি এটা মারতে পারলে না?

মামা বলল, ভাগ্নে আমি এখনোও বুঝতে পারছি না, মরা পাখি কিভাবে উড়ে !!