হাসুন প্রান ভরে!
Most commented posts
- শরীরের বর্ণনা — 116 comments
- প্রথমে চুমু দিন — 63 comments
- আমার নিচে ও ছিল — 58 comments
- দুধ খাই না — 54 comments
- এক বউ দুই স্বামী — 42 comments
Nov 15
এক হোটেলের রিসেপশনিস্ট রাত ১২ টার সময় একটি ফোন পেল। ফোন তুলতেই এক মাতালের কণ্ঠস্বর ” আচ্ছা বারটা কখন খোলে বলুন দেখি?”
বিনীত ভাবে রিসেপশনিস্ট জানাল ” স্যার আগামীকাল দুপুর ২ টোর সময়।” ফোন কেটে গেল।
ঘন্টাখানেক বাদে আবার ফোন। এবারও কণ্ঠস্বর একই লোকের, আরও মাতলামিতে ভরা ” এই ব্যাটা বারটা কখন খোলে বল তো?”
সে আবার জানাল,” আগামীকাল ২টোর সময়”।
ঘন্টাখানেক কেটে যাওয়ার পর আবার ফোন : “তুই বলবি কি বলবি না বারটা কখন খোলে?”
ধৈর্য্য হারিয়ে রিসেপশনিস্ট বলল ” স্যার কাল ২টোর সময়,কিন্তু আপনি যদি অতক্ষণ অপেক্ষা না করতে পারেন তাহলে আপনি অর্ডার করুন আমি রুম-সার্ভিস পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে।”
উত্তর এল : “ধুর ব্যাটা , বারে কে যেতে চাইছে , আমি তো বার থেকে বেরোতে চাইছি। যত্তসব!!”
Nov 15
শিক্ষিকা : লেখো ৫৫।
ছাত্রী : কিভাবে মিস?
শিক্ষিকা : প্রথমে একটা ৫ লেখো তারপর আরেকটা ৫।
ছাত্রী একটা ৫ লিখে থেমে গেল।
শিক্ষিকা : কি হল ?
ছাত্রী : কোনপাশে লিখব বাঁপাশে না ডানপাশে?
Nov 15
শিক্ষক : তোমার এত দেরি হল কেন?
ছাত্র : ঐ রাস্তাতে একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গেছিল।
শিক্ষক : আচ্ছা,তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে?
ছাত্র : না , আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।
Nov 15
দুটি গরু মাঠে একসাথে দাঁড়িয়ে রয়েছে।
একজন আরেকজনকে প্রশ্ন করল : তুমি কি “ম্যাড কাউ ডিজিজ” এর ব্যাপারে শুনেছ? কি ভয়ংকর রোগ!!
অন্যজন বলল : “আরে ওসব জেনে কি হবে, আমি তো একটা ঘোড়া!
Nov 15
দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয়চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।