হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

কানে বিড়ি

সুজন একবার ভারত এসেছিল বেড়াতে।
কলকাতা শহর ঘুরে দেখতে সে একদিন মেট্রো রেলে উঠলো।
ট্রেন যখন ছাড়ছে সে সময়ে একটা লোক ছুটতে ছুটতে উঠতে গিয়ে দরজায় আটকা
পড়লো।
সুজন এবং অন্য যাত্রীদের টানাটানিতে লোকটা কোনরকমে ভেতরে ঢুকলো।
কিন্তু তার একটা কান কাটা পড়ল।
ট্রেন থেমে গেছে। সবাই যখন লোকটার সেবা‌ শশ্রুষায় ব্যস্ত তখন সুজন
প্লাটফর্মে নামলো লোকটার কানের খোঁজে।
বহু খোঁজাখুজির পর কানটি উদ্ধার করে লোকটার হাতে দিলো সুজন।
বললোঃএই নিন আপনার কান।
লোকটা অম্লান বদনে বললোঃ
এটা আমার কান নয়, আমার কানে বিড়ি গোঁজা ছিল।

বিয়ের প্রস্তাব

প্রেমিকঃতোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো?
প্রেমিকাঃহ্যাঁ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে।
প্রেমিকঃকি বললে?
প্রেমিকাঃযা সত্যি তাই বললাম,দুলাখ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি টাকাটা ধার চাইলেন।

ঘুমের ওষুধ

ভোলাবাবু রাতে বেঘোরে ঘুমোচ্ছেন এমন সময় স্ত্রীর ভীষণ ডাকাডাকিতে ধড়মড়িয়ে উঠলেন।
বললেনঃ কি হয়েছে, বেশ তো ঘুমোচ্ছিলাম, আবার ডাকাডাকি কেন?
স্ত্রীঃ কেন আবার তোমাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয়নি।

সামান্য টাকা-পয়সা

দুই-বন্ধু জুয়া খেলছে।একজন প্রস্তাব দিল–নে,বউ
হারাহারি খেলব।
দ্বিতীয়জন বিরস বদনে বলল–তার সাথে দামী কিছু মানে সামান্য টাকা-পয়সাও বাজী রাখা
যাক।

কম ভালোবাসি

স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন।
স্ত্রী : কী! তুমি আমার গায়ে হাত তুললে?
স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি।
স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন।
স্বামী : (থ হয়ে) তুমিও আমাকে…
স্ত্রী : তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি?