হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

অকর্মণ্য বিদায়

১জন অকর্মণ্য লোক ১টি চাল ভাঙ্গানোর মিলে চাকরি পেল । কিন্তু সে খুব অলস আর অদক্ষ ছিল । তার কাজ ছিল চালের বস্তা গুদাম থেকে নিয়ে কাঁধে করে চাল ভাঙ্গানোর মেশিন এর কাছে নিয়ে যাওয়া । কিন্তু চাল নিয়ে যাওয়ার সময় তার কাঁধ থেকে চালের বস্তা পরে যেত । কয়েকদিন পর তাকে মিল থেকে বের করে দেয়া হয় । তাকে বিদায় দেয়ার আসল কারণটা কি ছিল?
উত্তরঃ তার “চাল-চলন” ভালো ছিল না ।

বাস্তব ফিল্ম

ধরা যাক, ১টা বিদেশী ফিল্ম বাংলাতে রিমেক করা হচ্ছে । ১টা সিনে দেখা যাবে যে, নায়িকা নায়ক কে জুতা-পেটা করছে । নির্মাতারা ভাবতে লাগলেন সিন টাকে কিভাবে বাস্তব করে তোলা যায় । অনেক ভেবে-চিন্তে তারা আগের সিনে নায়ক-নায়িকার বিয়ে দিয়ে দিলেন ।

জিব-বৈচিত্র

৩। বায়োলজিতে পড়াশুনা করেছে এমন একজন লোক প্রাইমারি বিদ্যালয়ে চাকরি পেল । নতুন টীচার পেয়ে পিচ্চিরা তাকে সমানে ভ্যাংচাতে লাগল । ছাত্র-ছাত্রীদের একেকজনের জ়িহবা একেক রকমের, তাদের দিকে চেয়ে লোক টি কি দেখতে পেলেন?
উত্তরঃ জিব-বৈচিত্র।

বিজ্ঞাপনী কৌশল

৪। ১টা মাল্টি-ন্যাশনাল কম্পানী ছেলেদের জন্য তাদের নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছাড়বে । কিন্তু তারা বুঝতে পারছিল না তাদের Billboard শহরের কোন জায়গায় লাগালে তা রূপ-সচেতন ছেলেদের চোখে পড়বে । অনেক চিন্তা-ভাবনার পর তারা বড়-বড় শহরের Girlschool গুলোর সামনে সেগুলো লাগিয়ে দিলো ।

আজব যন্ত্র

২। ১টা যন্ত্র world এর যেকোন স্থানে অল্প সময় এ পৌছাবে । যন্ত্রটি তৈরি করার পর Testrun এর জন্য ১জন বিজ্ঞানী তাতে চড়ে বসলেন । যন্ত্রটি ঠান্ডা জায়গায় উষ্ণ পরিবেশ আর উষ্ণ জায়গায় ঠান্ডা পরিবশ তৈরি করত । এক ঠান্ডা অঞ্চলে পৌছানর পর তিনি ঘামতে লাগলেন । আর সেই জায়গাটি ছিল বুনোদের এলাকা । সেখানে নামার পর তিনি বললেন, উফ! গরমে একেবারে সিদ্ধ হয়ে গেলাম । এইকথা শুনে অখানে জারা একটু ভালো ছিল তারা খুব খুশি হল, কেননা তারা একজন সিদ্ধ-পুরুষ এর খোজ পেয়েছে ।