হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

ঢুকাইলে রস বের হয়

এক ব্যাবসায়ী তার কারখানায় নতুন মেশিন এনেছে। মেশিনে নাকি একদিক দিয়ে শুয়োর ঢুকাইলে আরেক দিক দিয়ে জুস বের হয়।ওই ব্যবসায়ীর ছেলে বাপরে খালি ধরা খাওয়াইন্না প্রশ্ন করে।
পোলা বলল, “আব্বু,এমন কোন মেশিন নাই যে জুস ঢুকাইলে শুয়োর বাইর হয়।
বাপ রেগে গিয়ে বলে, “আছে না!! তোর মা”

মফিজের দৌড়

হঠাৎ করে ম্যারাথন দৌড়ের মাঠে হাজির মফিজ । সবকিছু দেখে যখন কিছুই বুঝলেন না, তখন এক প্রতিযোগীর কাছে জানতে চাইলেন, ‘ভাই, এখানে হচ্ছেটা কী?’

প্রতিযোগী: ম্যারাথন দৌড়। সবার মধ্য থেকে যে প্রথম হবে, তাকে পুরস্কৃত করা হবে।

মফিজ: তোমাদের মাথায় তো দেখি ঘিলুই নেই, এতজন দৌড়ানোর কোনো মানে হয়?

প্রতিযোগী: কেন, কী সমস্যা?

মফিজ: আরে ভাই, যে প্রথম হবে, সেই তো শুধু পুরস্কার পাবে, তাই না?

প্রতিযোগী: হ্যাঁ, ঠিক তা-ই।

মফিজ: তো সে-ই শুধু দৌড়াক না। বাকিদের শুধু শুধু কষ্ট!

আমিনা বলে

হাইওয়ে তে বাসে এক দুধুর্ষ ডাকাত দল হামলা করেছে…

অনেক কে ধরে নানা প্রশ্ন করছে আর পছন্দ না হলে মেরে ফেলছে…

এক মহিলা কে ডাকাত সর্দার জিজ্ঞেস করলো “তোমার নাম কি?”
মহিলাঃ “আমিনা”
ডাকাত সর্দারঃ “আমার বোনের নাম ও আমিনা… তোমাকে ছেড়ে দিলাম”

এর পরের বসা লোককে জিজ্ঞেস করলো, “তোমার নাম কি?”
লোকটি উত্তর দিলো “মানুষ আমাকে আদর করে আমিনা বলে ডাকে”

আমি ঘোড়া

মরুভূমিতে এক গাধা আর এক হাবিলদারের মধ্যে দেখা হলো।।

গাধা জিজ্ঞেস করল, “তুই কে রে??”

হাবিলদার এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল, “আমি মেজর জেনারেল!! তুই কে??”

গাধা এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে বলল, “আমি ঘোড়া!!”

প্যান্টটি ও ধুতে হবে

মিলিটারিদের ” সাহস ” পরীক্ষা করছে তাদের প্রধান। এক মিলিটারিকে দূরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল। মিলিটারিটি একদম নড়ল না। লেবুটি ফেটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিল।

তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বলছে- ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুয়ে নিও’।
মিলিটারিটি বলল – ‘তাহলে আরোও ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুতে হবে’।