হাসুন প্রান ভরে!

Most commented posts

  1. শরীরের বর্ণনা — 116 comments
  2. প্রথমে চুমু দিন — 63 comments
  3. আমার নিচে ও ছিল — 58 comments
  4. দুধ খাই না — 54 comments
  5. এক বউ দুই স্বামী — 42 comments

Author's posts

মেয়ে গায়েব

একটা মাইয়্যা দরিয়ারপাড়ে লাফাইতাছে!
হঠাৎ মাইয়্যাডা গায়েব!
মুহুর্তেই একটা অন্ধকার ঘরে তারে পাওয়া গেল।
কিছু বুইঝা ওঠার আগেই একটা সাবানকে উলঙ্গ অবস্থায় দেখা গেল।
সাবান থেকা চক্ষু না ঘুরাইতেই দেখা যায় ঐ মাইয়্যাডারও একই অবস্থা !!
তারপরই ক্লাইমেক্স, টান টান উত্তেজনা!!
মাইয়্যা আর সাবানের মধ্যে তুমুল ঘষাঘষি!
ঘর ভর্তি ফেনা আর ফেনা!!
ফলাফল, মাইয়্যাডা এক মিনিটেরও কম সময়ে
“গোলাপী থেকা পিংকি” হইয়্যা গেল! 😛

এই হইল গিয়া আজকালকার “বিউটি সোপ” গুলার বিজ্ঞাপন!
যেইখানে সাবান বেঁচতাছে না মাইয়্যাডারে বেঁচতাছে ঐডা বুঝার কোনই উপায় নাই!!

ব্রা দিয়ে মুখ ডাকলাম

স্ত্রী : জানো আজ একটা বাজে জিনিস হয়েছে৷
স্বামি : কী?
স্ত্রী : আজ গোছল করে কাপড় বদলানোর সময় ভুলে সদর দরজা খোলা ছিল৷
স্বামি :>কী সর্বনাশ ৷ কোন সমস্যা হয়নিতো?
স্ত্রী : >সমস্যা হয়নি মানে৷ আমি কেবল ব্রা পরছি এমন সময় তোমার বন্ধু ঘরে ঢোকে! কি লজ্জার ব্যাপার বলতো?
স্বামি : তখোন তুমি কি করলা?(রাগত ও আশ্চর্য গলায়)
স্ত্রী : আমি আর কি করব৷ লজ্জায় ব্রা দিয়ে মুখ ঢাকলাম…..

এক মুখে কিস

দেবতা একবার ইমরান হাসমীকে জিজ্ঞেস করলো, “তুমি পরের জন্মে কি হতে চাও?”
ইমরান হাসমী-” রাবণ”
দেবতা-“কেন?”
ইমরান হাসমী-” এক মুখে kiss
করতে করতে আর ভালো লাগে না”

আল্লাহর নামে বিল

ফকিরঃ হ্যালো, এটা কি “পিজা হাট” ?
পিজা হাটঃ ইয়েস স্যার এটা “পিজা হাট”।
ফকিরঃ একটা লার্জ পিজা ও এক লিটার পেপসি পাঠাইয়া দাও তারাতারি !
পিজা হাটঃ বিলটা কার নামে পাঠাব স্যার

ফকিরঃ “আল্লাহ্‌র” নামে দিয়া দাও বাবা !!

পচা, বাসি

রোকনের ছোট ভাই বিদেশ থাকে।

রোকনের ছিল চারটা ছেলে।
ছেলেগুলোর নাম হল পঁচা, বাসি, গন্ধ এবং মুইতা।
তো একবার ছোট ভাই বিদেশ থেকে ভাইয়ের জন্য এক বন্ধুর কাছে টাকা পাঠাল।
বন্ধু অনেক কষ্ট করে ৫ কি মি হেঁটে টাকা নিয়ে আসল।
বন্ধুর অনেক ক্ষিদা লাগল এবং সে তাড়াতাড়ি খাবার চাইল।
রোকন বলল, দাড়ান পোলাও মাংস রান্না করি।
বন্ধু বলল যা আছে তাই দেন।

রোকন তখন তার ছেলেদের ডাকল,

পঁচা, ভাত আন।
বাসি, তরকারি আন।

বন্ধু : (ভাব ভাল না দেখে) থাক ভাই আমি খাব না।
রোকন : এত কষ্ট করে আইছেন আপনারে কি না খাওয়াইয়া ছারুম?

গন্ধ, ডাল আন।
মুইতা, পানি আন।

বন্ধু পা ধরে মাফ চেয়ে জান বাঁচানোর জন্য দিল দৌড়। :