এক বন্ধু আরেক বন্ধুকে রাগতভাবে বলছে,”আর একটা ফালতু কথা বলবি,থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাতঁ ফেলে দেবো।”
সেটা শুনে তাদের আরেকটা বন্ধু বলে উঠল, “দুস্তো,আগে জানতাম,মানুষের দাত থাকে খুব বেশি হলে ৩২ টা,আর তুই কিনা তাকে বলছিস,”থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাতঁ ফেলে দেবো???”
তখন ১ম বন্ধু ৩য় জনকে বলল,”আমি আগেই জানতাম তুই মাঝখানে এসে নাক গলাবি,তাই তোরটা সহ হিসাব করে বলেছি।”
Nov 14