২ ফেলটুস

সামিম পরিক্ষার ফলাফল আন্তে যাচ্ছে। হেতের বাবা বলল বাপ ফলাফল আন্তে জাইতাসস আবার যদি খারাপ আসে তাহলে আমারে বাপ ডাকবিনা। সে বলল জি আব্বা। অনেক সময় পর সে আসল।

বাপ জিজ্ঞাসা করল খবর কি?

সে বলল খারাপ। আবার পরের বছর ফলাফল আনবে। এভাবে ২৫ বছর পার হয়ে গেলো কিন্তু সামিম এইটেই থেকে গেলো।
পরের বছর ফলাফল নিয়া বাসায় আসলে বুয়া বলল ভাইজান ফল কি ভাল?  সে বলল, খবর ভাল। বুয়া বলে আপনি পাশ করসেন।

না কাজি আনছি। চল বিয়া করি। তুমি আর আমি সেইম এইট এ পইরা আছি না মরজিনা। আমার মনে হয় না তমি ছাড়া আমাকে কেউ পছন্দ করব। বুয়া বলে তুমি আমারে নাম ধইরা কইলা চল বিয়া করি। তার পর ২ ফেলটুস হানিমুন করতে গেল।

3 comments

  1. আমার প্রথম ফান আসা করি ভাল লাগবে আপ্নাদের।আমি আকজন ছাত্র।প্রথম তাই হইত ভাল লিএখ তে পারিনি আপ্নারা আমাকে খমা করবেন জদি আমার কন ভুল হই জকে লিখতে।আশা করি আগামিতে আপ্নাদের ভাল ভাল জকে লিখে আমি হাসাব।ভাল থাকবেন আবং হাসি খুসি থাকবেন।ধন্নবাদ। :bye:

  2. ভাল তবে আমি মনে করি আরও ভাল করতে হবে।কীপ ইট আপ. :good: 😉

  3. হইতবা

Leave a Reply

Your email address will not be published.