হায় কপাল

মৃদুল দা বিয়ে করেছে। ২বছর পর তাঁর বাচ্চা হয়েছে। তো একদিন সে তার বৌ, বাচ্চা কে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো হঠাৎ রাস্তায় আমার সাথে দেখা। আমি জিজ্ঞাসা করলাম,

”কেমন আছো গো মৃদুল দা তোমার খবর কি?”

মৃদুল দা বলল, ”খবর ভাল না রে খুবই কষ্টে আছি রে। কেউ এখন আমাকে আর পাত্তা দেয় না রে।

আমি বললাম, ” কেন গো? কি হয়েছে?

সে বলল, ”আরে, আমি সেদিন VODAFONE এর CUSTOMER CARE এ ফোন করেছি। প্রথমে তো ভাষন দিয়ে গেল কিছুক্ষণ। তারপর বলে, WE ARE HAPPY TO HELP YOU. PLEASE SELECT YOUR OPTION. আমাকে তো ওরা OPTION দিল, প্রথম টা, বাংলায় কথা বলার জন্য এক টিপুন, আর দুই নম্বর টা বলল, নতুন বউ পেতে হলে পুরোনো বউ-এর গলা টিপুন।

Leave a Reply

Your email address will not be published.