দামী পোশাক পরা সম্ভান্ত চেহারায় এক ভদ্রলোক ষ্টেশনের কাছে রেল – লাইনের ধারে দাঁড়ানো দুইজন গ্রাম্য লোক দেখে জিজ্ঞেস করলেন এখন কোন ট্রেন আসবে ?
স্যার এখন মালগাড়ী আইবো একজন জানালো
এরপর কোন গাড়ি আসবে ?
এরপর আইবো একটা লোকাল ট্রেন
কোন স্পেশাল ট্রেন আসবে না ?
ইসপিশায়াল তো স্যার চইলা গেছে কখন । ক্যান আপনে কই যাবেন?
যাবোনা আত্বহত্যা করতে এসেছিলাম । তা হলোনা । বুঝলেন আমার মত লোক তো আর যে সে ট্রেনের নিচে পড়ে আত্বহত্যা করতে পারে না ।