সততা আর সবুদ্ধি।

ব্যবসায়ী তার ছেলেকে উপদেশ দিচ্ছেন

– দেখো ব্যবসায়ে উন্নতি করতে চাও তো এই দুটি কথা সময়ে মনে রাখবে

– একটি সততা অন্যটা সবুদ্ধি।

সততা মানে কি বাবা?

সততা মানে কাউকে যখন কোন তুমি কথা দিবে সেটা তোমার রক্ষা কর উচিত।

-আর সুবুদ্ধি?

সুবুদ্ধি মানে কাউকে কোনো কথাই দেবে না ।

Leave a Reply

Your email address will not be published.