যেমন স্বামী তেমন স্ত্রী

প্রবাসী স্বামী তার স্ত্রীকে লেখা চিঠিতে লিখেছে,
প্রিয় সুইট হার্ট,
আমি এই মাসের বেতনের টাকা পাঠাতে পারছিনা, তাই তোমাকে ১০০ Kiss পাঠালাম।
ইতি তোমার স্বামী (অমুক)তার বউ কিছুদিন পর সে চিঠির উত্বর দিল এভাবে,
প্রিয় সুইট হার্ট,
তোমার পাঠানো Kiss গুলোর বিস্তারিত জানাচ্ছি।
১/ দুধ ওয়ালা ২টা Kiss বিনিময়ে এক মাসের জন্য দুধ দিতে রাজি হয়েছে।
২/ বিদ্যুত্ত বিল ওয়ালা ৭টা Kiss এর বিনিময়ে শান্ত হয়েছে।
৩/ বাড়ি এয়ালাকে প্রতিদিন দুইটা কিংবা তিনটা Kiss দিতে হচ্ছে।
৪/ সুপার মার্কেট মালিক শুধু Kiss তেই মানি রাজি নয়, তাই ……… (সেন্সর)
৫/ আর অন্যান্য খাতে ব্যায় হয়েছে ৪০ টি Kiss।
আমার জন্য কোন চিন্তা করোনা। বাকি রয়েছে ৩৫ টি Kiss। আমি আশা করছি সেগুলোও এই মাসেই ব্যাবহার করতে পারবো।

8 comments

Skip to comment form

    • PORAG on June 27, 2013 at 6:05 am
    • Reply

    জেমূণ ষামী টেমোণ বৌ
    মোণে জেণো পোড্ডাড়
    ঢেঊ :

      • MD Shiblu on March 13, 2015 at 6:36 am
      • Reply

      এক কিপ্টে লোক ডাক্তার এর কাছে গেল ইউরিন
      টেস্টের জন্য ৷ টেস্ট শেষ করে সে তার
      ইউরিনের বোতল তা সাথে নিয়ে বাসাইয়
      চলে এল,তখন তার স্ত্রী এইটা দেখে অবাক
      হয়ে বলল,সে কি?…
      তুমি এইটা নিয়ে এলে কেন???লোকের জবাব,
      ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার
      আছে,এখন চিনির যে দাম,তাই
      এইটা সাথে করে নিয়ে এলাম ৷ :good: :yahoo:

  1. চরম মামা

  2. B-) just. ফাতাফাতি

    • joy on March 22, 2015 at 6:34 am
    • Reply

    :rose: havvy lagse.

  3. 1ম :-আমাদের দেশের জাহাজ গুলি মাটি ছুয়ে যায়

    • Monahar Mandal on May 18, 2015 at 2:31 am
    • Reply

    Darun..

    • Noyon das on May 22, 2015 at 4:58 pm
    • Reply

    Owsm :yahoo: B-) :yahoo:

Leave a Reply

Your email address will not be published.