গৃহকতা’ বাড়ি ফিরে দেখলেন তার মেয়ে আম গাছে উঠে আম পাড়ছে। উপরে মেয়ের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে সোজা ভেতর বাড়িতে চলে গেলেন। পরের দিন বাড়িতে ফেরার সময় বাজার থেকে আন্ডারওয়্যার কিনে এনে মেয়ের হাতে দিলেন। এ দৃশ্য মেয়ের মা দেখে তার পরের দিন কতা’ বাড়ি ফেরার সময় হতেই আম গাছে উঠে রইলেন। যথা সময়ে গৃহকতা’ ফিরে উপরে গিন্নির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে সোজা ভেতর বাড়িতে চলে গেলেন। তার পরের দিন বাড়িতে ফেরার সময় বাজার থেকে ব্লেড কিনে এনে গিন্নির হাতে দিলেন।
Nov 15