যার অভাব যেটির

বাবাঃ বলতো তোমাকে যদি এক ট্রেতে করে কিছু টাকা আর জ্ঞান এনে দেয়া হয় তুমি কোনটা নিবে।

ছেলেঃ কেন টাকা !

বাবাঃ দুর বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম।

ছেলেঃ বাবা, যার অভাব  যেটির, সে সেটা নিবেই।

Leave a Reply

Your email address will not be published.