পাপ্পুর কাছে একবার যমদূত আসলো,বলল, “তোমার পরপারে যাওয়ার সময় হয়েছে”
পাপ্পু-“কিন্তু আমি এখন যেতে চাই না”
যমদূত-“কিন্তু আমার লিস্টের সবার উপরে তোমার নাম লেখা আছে”
পাপ্পু-“ঠিক আছে;তুমি একটু খেয়ে দেয়ে আরাম করো ;এরপর আমাকে নিয়ে যেও”
তো যমদূত খেয়ে দেয়ে আরামের একটা ঘুম দিলো।
পাপ্পু তখন যমদূতের লিস্ট থেকে উপরের নিজের নামটা কেটে দিয়ে সবার শেষে লিখে দিলো।
যমদূত যখন ঘুম থেকে উঠলো; বলল,”তোমার ব্যাবহারে আমি খুশি হয়েছি;এখন আমি লিস্টের নিচ থেকে শুরু করবো”