একটা মাইয়্যা দরিয়ারপাড়ে লাফাইতাছে!
হঠাৎ মাইয়্যাডা গায়েব!
মুহুর্তেই একটা অন্ধকার ঘরে তারে পাওয়া গেল।
কিছু বুইঝা ওঠার আগেই একটা সাবানকে উলঙ্গ অবস্থায় দেখা গেল।
সাবান থেকা চক্ষু না ঘুরাইতেই দেখা যায় ঐ মাইয়্যাডারও একই অবস্থা !!
তারপরই ক্লাইমেক্স, টান টান উত্তেজনা!!
মাইয়্যা আর সাবানের মধ্যে তুমুল ঘষাঘষি!
ঘর ভর্তি ফেনা আর ফেনা!!
ফলাফল, মাইয়্যাডা এক মিনিটেরও কম সময়ে
“গোলাপী থেকা পিংকি” হইয়্যা গেল! 😛
এই হইল গিয়া আজকালকার “বিউটি সোপ” গুলার বিজ্ঞাপন!
যেইখানে সাবান বেঁচতাছে না মাইয়্যাডারে বেঁচতাছে ঐডা বুঝার কোনই উপায় নাই!!