এক তরুনী এক অফিসে এসে হাজির । পিয়ন জিজ্ঞাসা করলো
– কাকে চাই?
– তোমাদের ম্যানেজার বাবুকে ?
– তার সঙ্গে তো দেখা হবে না এখন ম্যাডাম
– কেন তিনি অফিসে নেই ?
– তা আছেন । তবে এখন মাল টেনে বেসামাল হয়ে আছেন , কথাবার্তা বলতে পারবে না ।
– তাতে কিছু যায় আসে না । তুমি আমাকে ওর কাছে নিয়ে চল তো , যা বলার আমিই বলবো । অকে কিছু বলতে হবে না ।