এক মহীলা বাসে সীট না পেয়ে বলছে –
‘আমাকে যদি সীটে বসতে দেন, তাহলে আমি দেখাবো কোথায় আমার এপেন্ডিসাইটিসের অপারেশানটা হয়েছিল।’
সাথে সাথে কিছু ছেলে সীটে জায়গা করে দিল। মহিলাটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলছে –
‘এখন দেখান আপনার অপারেশানটি কোথায় হয়েছিল?’
বাসটি একটি হাসপাতালের কাছে এলে মহীলাটি সাথে সাথে বলে উঠল –
‘ঐ তো, ঐখানেই হয়েছিল’।
Nov 15