মামা দেশের সেরা তিনজন শিকারির মাঝে নিজেকে একজন মনে করেন । একদিন ভাগ্নেকে নিয়ে মামা শিকারে গেলেন | একটি পাখি উড়ে যেতে দেখে ভাগ্নে বলল, মামা ঐ পাখিটি শিকার করো ।
মামা তার সকল প্রতিভা লাগিয়ে পাখিটার দিকে গুলি মারলো কিন্তু নিরবে উড়ে গেল ।
ভাগ্নে বলল, মামা তোমার মতো শিকারি এটা মারতে পারলে না?
মামা বলল, ভাগ্নে আমি এখনোও বুঝতে পারছি না, মরা পাখি কিভাবে উড়ে !!