একটি দয়ালু লোক রাস্তা দিয়ে যেতে দেখল একটি বালক একটি বাড়ির দরজায় উপরের ইলেক্ট্রিক বোতাম টেপার চেষ্টা করে ব্যথ হচ্ছে – হাতের নাগাল পাচ্ছে না
লোকটি এগিয়ে এসে তাকে সাহায্য করল – বেলটি টিপে দিল । তারপর হেসে বালকটি বলল কি ব্যাপার ।
ব্যাপার গরুতর
– কেন?
– আমি তো ছুটে পালায়। আপনি বুঝুন গরুতর কেন?
Nov 07