এক হোটেলের রিসেপশনিস্ট রাত ১২ টার সময় একটি ফোন পেল। ফোন তুলতেই এক মাতালের কণ্ঠস্বর ” আচ্ছা বারটা কখন খোলে বলুন দেখি?”
বিনীত ভাবে রিসেপশনিস্ট জানাল ” স্যার আগামীকাল দুপুর ২ টোর সময়।” ফোন কেটে গেল।
ঘন্টাখানেক বাদে আবার ফোন। এবারও কণ্ঠস্বর একই লোকের, আরও মাতলামিতে ভরা ” এই ব্যাটা বারটা কখন খোলে বল তো?”
সে আবার জানাল,” আগামীকাল ২টোর সময়”।
ঘন্টাখানেক কেটে যাওয়ার পর আবার ফোন : “তুই বলবি কি বলবি না বারটা কখন খোলে?”
ধৈর্য্য হারিয়ে রিসেপশনিস্ট বলল ” স্যার কাল ২টোর সময়,কিন্তু আপনি যদি অতক্ষণ অপেক্ষা না করতে পারেন তাহলে আপনি অর্ডার করুন আমি রুম-সার্ভিস পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে।”
উত্তর এল : “ধুর ব্যাটা , বারে কে যেতে চাইছে , আমি তো বার থেকে বেরোতে চাইছি। যত্তসব!!”