দুইজন বীমার দালাল এক মক্কেলের কিছুতেই ঘায়েল করতে পারছে না । কোনো কোম্পানীর প্রতি সেই মক্কেলের আস্থা নেই দেখে এক দালাল তার কোম্পানী কত ভাল তার নমুনা স্বরুপ বলেন – এই দেখুন ন আসে দিন এক ভদ্রলোকের পঞ্চাশ হাজার টাকার এক পলিসি করার তিন দিন মারা গেলেন । মরার তিনদিনের মধ্যে আমর কোম্পানীর তার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছেন।
দ্বিতীয় বীমার জানাল যে তার কোম্পানী এর চেয়েও ভাল । তার প্রমান মাত্র কয়েকদিনে আগে একভদ্রলোক তাদের অফিসে একপঞ্চাশ হাজার টাকার পলিসি করে বিল্ডিং এর দশ তলার ছাঁদ থেকে লাফিয়ে পড়ে কোম্পানী এর দ্রুত কাজ করে যে লোকটা চার তলার কাছাকাছি আসতেই চেক রেডি করে জানালো দিয়ে তার হাতে দেয়া হয়।