নিজেকে খুব পাকা শিকারি হিসাবে জাহির করে মামা ভাগ্নেকে নিয়ে শিকার করতে গেল।
এক ঝাঁক উড়ন্ত বক দেখে মামা বলল, দেখেসি, এখান থেকে গুলি করে একটাকে ফেলে দেব।
মামা গুলি করল কিন্তু একটা বকও পড়ল না।
কই মামা গুলিত লাগল না।
পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটাই এখন ঘটেছে- গুলি লাগার পরও বকও উড়ে যাচ্ছে
May 10