নবাগত বাচ্চা

এক পুলিশ অফিসার মোটেই আর্মি সহ্য করতে পারে না।

আর্মির কাউকে দেখলেই সে চান্সে থাকে কিভাবে পচানো যায়।

একদিন তার সামনে পড়লো আর্মির এক সিপাহী।
… পুলিশ তখন বলল- কি হে , শুনলাম তোমরা যখন টানা কয়েক বছর বিদেশে থাকো, তারপর দেশে ফিরে দেখ তোমাদের বউ-এর কোলে নবজাতক সন্তান। সত্য নাকি ?
সিপাহী কিছু বলল না।
পুলিশ- তা তোমরা ঐ সব অবৈধ বাচ্চাগুলো নিয়ে কি করো ?

.
.
.
.

সিপাহীর উত্তর- কি আর করি, বড় হলে নিয়ে গিয়ে পুলিশে ভর্তি করিয়ে দেই।

Leave a Reply

Your email address will not be published.