নতুন শাখা

এক লোক প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিসে যায় । সেই রাস্তায় প্রতিদিন একজন ফকির এক জায়গায় বসে ভিক্ষা করে। একদিন লোকটি ফকির টিকে বলল

লোক: কি ব্যাপার প্রতিদিন দেখি আপনি একটা থালা নিয়ে ভিক্ষা করেন, আজকে দেখছি দুইটা থালা ব্যাপার কি???

ফকির: বাবা আপনাদের দোয়ার ইনকাম ভালই হচ্ছে তাই একটা শাখা খুললাম আর কি।

Leave a Reply

Your email address will not be published.