নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন।
এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি। আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন, ‘কী লজ্জা! এত ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।’ ব্যাটসম্যান তখন বললেন, ‘লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।
Nov 16
23 comments
Skip to comment form
i am parvez. :yes:
খেল ভাই ভাল নিওম 😉 😉
ভালো হয়েছে :rose:
:negative: 😥 :negative:
অনেক ভালো হয়েছে
ভালো হয়েছে :rose:
:unsure: বস্তা পচা
:yahoo: :yes:
ভীসন ভাল
ভীসন ভাল
:yahoo:
খুব মজা. হা হা হা….
খুবি সুন্দর।
Great
:yahoo: :yahoo: :yahoo:
Faltu hoyese.
osanmmmmmmm Joyce
গুত
Very nice
fine
😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥
:unsure: :heart:
দারুন ক্রিকেটার !!! হা হা হা
B-) :bye: :bye: :bye: 😥 😥 😥 😥