একজন ভদ্রমহিলা তার মেয়েকে ধমকে বলে উঠলেন – দেখ রুবি নিজের দুবলতা বাইরে প্রকাশ করতে নেই । যেমন কি ধর খেয়েছিস পোনা কেউ জিজ্ঞেস করলে বলবি রুই কাতলা কোর্মা । বড় বড় মাছের নাম বলবি । রুবি ঘাড় নাড়িয়ে সন্মতি দিলেন
একদিন ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন তোমার মা আজ কি রান্না করেছেন ? রুবি নিসংকচে জবাব দেয় – তিমি মাছ।