সারাদিন কাজ কার পর তিন বন্ধু টাকা হিসাব করছিল। তাদের এজন ছিল অন্ধ, একজন ল্যাংড়া এবং অন্যজন ছিল ফকির। ঠিক তখন-
১ম বন্ধু (অন্ধ): দেখেছিস আজ আকাশটা কত সুন্দর লাগছে।
তার কথা শুনে রাগে-
২য় বন্ধু (খোড়া): তোকে মারব এক লাথি।
তখন ২য় বন্ধুর কথায় সায় দিয়ে-
৩য় বন্ধু (ফকির): মারমার ॥ মেরে হাড় গুড়ো করে দে। যত টাকা লাগে আমি দেব।