ক্লাস চলেছে। এক ছাত্র পেসাব করতে বাইরে গেলো। ফিরে আসার সময় সে নিচু হয়ে রুমে ঢুকছে দেখে স্যার জিজ্জাস করলো, কিরে তোর কি হয়েছে?
ছাত্র বলল, স্যার আমি মাথা সোজা করতে পারছি না।
স্যার অবাক হয়ে গেলেন। ছেলেটা বাথরুমে গেল ভাল কিন্তু বাথরুম থেকে এসে সোজা হতে পারছে না। স্যার খুব চিন্তায় পরে গেলেন।
স্যার কি করবে বুঝতে না পেরে ছাত্রটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলো।
ডাক্তার অনেকক্ষন দেখে বললেনঃ আরে, এ দেখি তার শার্টের বোতাম প্যান্টে লাগিয়ে ফেলছে।