গুরা গুরা

এক ছাত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে তার শিক্ষক জিজ্ঞাসা করছেন-

শিক্ষকঃ বল তো বাবা, Horse মানে কী?

ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn মানে কী?

ছাত্রঃ গুরা।

শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কী?

ছাত্রঃ গুরা।

শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি ‘গুরা’ নাকি?

ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা গুরা।

1 comment

    • rubel on June 14, 2013 at 10:50 am
    • Reply

    :good:

Leave a Reply

Your email address will not be published.