উদ্ধার
এক দোকানে আগুন লেগেছে।
এটা দেখে গাবলু চিন্তা করল,
দোকানের ভেতর আটকে পড়াদের
উদ্ধার করতে হবে। যেই
ভাবা সেই কাজ। গাবলু
সোজা আগুন পেরিয়ে দোকানের
ভেতর
ঢুকে ছয়জনকে বাইরে বের
করে আনল। কিছুক্ষণ পর পুলিশ
এসে গাবলুকে ধরে নিয়ে গেল।
পরে তার বন্ধু থানায়
গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল ,
‘গাবলু তো আগুন
থেকে মানুষকে উদ্ধার
করেছে। সে তো কোনো অপরাধ
করেনি।’
কথা শুনে পুলিশ রেগে টং ,
‘অপরাধ করেনি মানে?
সে যাদের দোকান
থেকে বাইরে নিয়ে এসেছে,
সবাই ফায়ার সার্ভিসের
কর্মী।’
Nov 16