কী অদ্ভুদ

এক বাক্তি রক্ত নিয়া গবেষক। তিনি গবেষনা করেছে এবং তার ফলাফল লোকদের জানাবেন। তখন গবেষক এক উপস্থিত সভাতে বললেন রক্ত এক প্রকার তরল জাজক কলা। সেই শুনে এক লোক বলল তাইলে স্যার, কলা খাইলে রক্ত বারে আর মাইনসে কয় লাল শাক খাইলে রক্ত বাড়ে। হুদাই মিছা।

তখন গবেষক বললনারে গাধা অই কলা সেই কলা না সেই কলা অই কলা না। এইটাই তো আমার গবেষনা।

Leave a Reply

Your email address will not be published.